বরাক উপত্যকা
ছেলে খারিজ, মা প্রার্থী কংগ্রেসের
মা না ছেলে, ভাগনে না ভাইপোগত মাস খানেক ধরে এই নিয়ে চর্চা চলল। ভাগনে-ভাইপো দুজনেই যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তা কালই স্পষ্ট হয়ে যায়। কিন্তু মা-ছেলের ব্যাপারটি বুঝতে বুঝতে আজ দুপুর গড়িয়ে যায়। আলগাপুর বিধানসভা আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কংগ্রেস জানাল, ছেলে নয়, তাঁর মাকেই আলগাপুর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী করা হচ্ছে। অসম মন্ত্রিসভার সদস্য গৌতম রায়ের স্ত্রী, মন্দিরা রায়ই তাঁদের প্রার্থী। এ জন্য তাঁর কোনও খেদ নেই বলেই জানিয়েছেন পুত্র রাহুল। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময়েও তিনি ছিলেন মা-বাবার সঙ্গে। বললেন, “মা পাওয়া আর ছেলে পাওয়া, একই কথা।”
অন্য দিকে, প্রয়াত অগপ বিধায়ক শহিদুল আলম চৌধুরীর ভাইপো কামরুল ইসলাম চৌধুরী দাঁড়িয়েছেন অসম গণ পরিষদের টিকিটেই। ভাগনে মেহবুবুল হাসান লস্কর জোগাড় করেছেন ইউডিএফ-এর টিকিট। অগপ বিধায়ক শহিদুল আলম চৌধুরীর মৃত্যুতে আসনটি ফাঁকা হয়ে ছিল। ২৪ ফেব্রুয়ারি সেখানে উপ-নির্বাচন। আজই ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। সব মিলিয়ে মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মন্দিরা রায়, কামরুল ইসলাম চৌধুরী ও মেহবুবুল হাসান লস্কর ছাড়াও রয়েছেন বিজেপির শশধর পাল এবং আরও ৯ নির্দল প্রার্থী।
গত নির্বাচনে এই আসনে মন্ত্রিপুত্র রাহুল রায় শহিদুল আলম চৌধুরীর কাছে পরাস্ত হয়েছিলেন। এর আগে তিনি একবার শহিদুলকে হারিয়ে বিজয়ীও হন। এ বারও ছিলেন দলীয় টিকিটের দাবিদার। কিন্তু ক’দিন আগে আচমকা গৌতমবাবু ঘোষণা করেন, রাহুল বিধায়ক থাকার সময় মানুষের জন্য কাজ করতে পারেনি। হেরেও এলাকার মানুষের সঙ্গে থাকেনি। তাই তাঁর জেতার কোনও সম্ভাবনা নেই। বরং দল মন্দিরা রায়কে প্রার্থী করতে পারে। অভিযোগ, পারিবারিক দ্বন্দ্বেই পুত্রের জায়গায় স্ত্রীর নাম প্রস্তাব করেন গৌতমবাবু। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। আরও অনেক দাবিদার সামনে আসে। প্রশ্ন ওঠে, মন্ত্রীর পুত্র না হলে স্ত্রী হবে, এ কেমন কথা? শেষ পর্যন্ত সব জল্পনা সরিয়ে স্ত্রীর জন্যই টিকিট আদায়ে সক্ষম হলেন গৌতমবাবু।
অন্য দিকে, অগপ বিধায়ক শহিদুল আলম চৌধুরীর মৃত্যুর পর সহানুভূতির ভোট নিয়ে বিরোধীদের মধ্যে কথাবার্তা শুরু হয়। প্রস্তাব আসে, তাঁর আইন-পড়ুয়া কন্যা মেহনাজ হাসানকে সম্মিলিত বিরোধী প্রার্থী করার। কিন্তু তাঁর বিধানসভা নির্বাচনে লড়ার বয়স হয়নি এখনও। এর পরই দাবিদার হয়ে ওঠেন তাঁর ভাগনে ও ভাইপো।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.