|
|
|
|
|
|
টুকরো খবর |
নয়া জীবন বিমা |
বাজারে একটি নতুন জীবন বিমা প্রকল্প আনল এসবিআই লাইফ ইনশিওরেন্স। সংস্থার দাবি, ‘স্মার্ট ইনকাম প্রোটেক্ট’ নামের এই বিমায় গ্রাহক প্রিমিয়ামের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ১৫ বছর ১১% সুদে নিশ্চিত রিটার্ন পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি, মেয়াদ শেষে মিলবে থোক বোনাসও। এই বিমা থেকে প্রাপ্ত পুরো টাকাই করমুক্ত।
|
জীবনের সুরক্ষায় |
সারা জীবনের সুরক্ষার জন্য বিশেষ একটি জীবন বিমা প্রকল্প আনল বিড়লা সান লাইফ ইনশিওরেন্স। এই ‘বিএসএলআই ভিশন লাইফ ইনকাম’ প্রকল্পে একই সঙ্গে জীবন বিমা, নিয়মিত আয় এবং দীর্ঘ মেয়াদি সঞ্চয়ের সুবিধা পাবেন গ্রাহক। সংস্থার দাবি, প্রিমিয়াম শেষের পর এটি থেকে নিয়মিত আয় পাবেন গ্রাহক। রয়েছে বিশেষ ৫টি অতিরিক্ত সুবিধা (রাইডার) নেওয়ার সুযোগও। বেশি বিমা মূল্যের লগ্নির ক্ষেত্রে মিলবে বিশেষ ছাড়। রয়েছে বিমার বদলে ঋণ নেওয়ার সুবিধাও। আয়কর আইনের ৮০সি, ৮০ডি এবং ১০(১০ডি) ধারায় কর ছাড়ের সুবিধাও পাওয়া যাবে।
|
অনলাইন বিমা |
ইন্টারনেটের মাধ্যমে মেয়াদি বিমা কেনার ব্যবস্থা চালু করল টাটা এআইএ লাইফ ইনশিওরেন্স। সংস্থা জানিয়েছে, ‘ই-রক্ষা সুপ্রিম’ নামের প্রকল্পটিতে লগ্নি করা যাবে ৭০ বছর বয়স পর্যন্ত। বিমা চালানো যাবে ৮০ বছর পর্যন্ত। এর মধ্যে ১০ থেকে ৪০ বছর মেয়াদে লগ্নির সুযোগ আছে। এতে মহিলাদের জন্য রয়েছে বিশেষ প্রিমিয়ামের সুবিধা। এ ছাড়াও যে সমস্ত ২০ থেকে ২৫ বছর বয়সী পুরুষ ধূমপান করেন না, তাঁরাও অরিতিক্ত সুবিধা পাবেন। শুধুমাত্র ইন্টারনেটেই এই বিমা কেনা যাবে। |
|
|
|
|
|