রহস্যজনক ভাবে এক ষষ্ঠ শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ উঠেছে অন্ডালে। দুর্গাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র সে। অন্ডালের মধুজোরের বাসিন্দা মনোজ পাঠক পুলিশকে লিখিত অভিযোগে জানিয়েছেন, মঙ্গলবার বিকালে তাঁর ছেলে মনীশ পাঠক টিউশন থেকে বাড়ি ফিরছিল। নয়াচানক স্টপেজে নামার পর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না মনীশের। তবে তার দুই সঙ্গী বাড়ির স্টপেজেই নেমে গিয়েছে। এরপর রাতে ৮৯৬৭২১২২৯৮ নম্বর থেকে আবিব হক নামে এক ব্যক্তি তাঁকে ফোন করেন বলে মনোজবাবু দাবি। মনোজবাবু বলেন, “ওই নম্বর থেকে ফোন করে বলা হয়, আবিব হক বলছি। তোমার ছেলে আমার কাছে। এরপরই ফোন কেটে যায়।” পুলিশ জানিয়েছে, অভিযোগের পরেই আবিব হককে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও খোঁজ মেলেনি মনীশের।
|
স্থানীয়দের নিয়োগ চেয়ে বিক্ষোভ |
জামুড়িয়ার একটি বেসরকারি কারখানায় স্থানীয়দের নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাল তৃণমূল। তাঁদের দাবি, কারখানা কর্তৃপক্ষ নির্মাণের আগে স্থানীয়দের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কার্যক্ষেত্রে স্থানীয় ছ’জন ছাড়া বাকি সবাইকে বাইরে থেকে নিয়োগ করা হয়েছে। কারখানার মালিক পবন মাওডিয়া জানান, কারখানা লাগোয়া কেন্দুলিয়া, পাথরডাঙা, বেনালী, নিমডাঙা, বিষয়ডাঙা এবং এবিপীঠ গ্রাম থেকে তিনজন করে এবং জবাগ্রাম থেকে একজনকে নিয়োগ করা হয়েছে।
|
পরিচালন সমিতিতে তৃণমূল-নকশাল জোট |
জয়পুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির গঠন করল নকশাল ও তৃণমূল জোট। আগেই এই বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল এই জোট। বুধবার পরিচালন সমিতির গঠনের সময় নতুন সভাপতি হন নকশাল নেতা সাধন দাস, সহ-সভাপতি হয়েছেন তৃণমূলের উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় এবং নকশালের গব্বর মিঞা। এছাড়া প্রতিনিধিদের তিনটি আসনে একজন নকশাল এবং দুজন তৃণমূলের প্রতিনিধি আছেন।
|
বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের তালা ভেঙে চুরির চেষ্টা করে একদল দুষ্কৃতী। তবে খোয়া যায়নি কিছুই। স্থানীয়দের চিৎকার শুনেই পালায় তারা। বুধবার ঘটনার পরে পাণ্ডবেশ্বরের বিদ্যালয় পরিদর্শক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, বাসিন্দাদের কাছে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যেতেই দুষ্কৃতীরা পালিয়েছে।
|
পঠনপাঠনের মানোন্নয়ন এবং বিদ্যালয় চত্বরে অনুশাসন বজায় রাখার দাবিতে জেকে নগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে বৈঠক করলেন স্থানীয় বিজেপি প্রতিনিধিরা। তাঁদের দাবি, বিদ্যালয় অনুশাসনহীন হয়ে উঠেছে। |