মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের প্রথম খেলায় জয়ী হল রাধানগর এসি। আসানসোল স্টেডিয়ামে তারা রায়দাস, রহমতনগরকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে রায়দাস ৬ উইকেটে ৯৭ রান করে। জবাবে চার উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় রাধানগর। এই মাঠের দ্বিতীয় খেলায় বিজয়ী হল সুভাষ এসি। তারা বরাকর আরোয়ালি ভিডিসিকে ৩৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে সুভাষ এসি ৭ উইকেটে ১৫১ রান করে। জবাবে ৮ উইকেটে ১১৮ রান করে বরাকর।
|
সিএবি আয়োজিত আন্তঃ জেলা অনুর্ধ্ব ১৯ ক্রিকেট প্রতিযোগিতায় শিলিগুড়িকে হারিয়ে ফাইনালে উঠল বর্ধমান। বুধবার পুরুলিয়ার মানভূম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৯৯ রান করে বর্ধমান। রাহুল ঘোষ ৭১, আকাশদীপ ঘোষ ৬৭, সোলেমন খান ৬১ ও পীযুষ মুখোপাধ্যায় ৩১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৩০ রানেই পাততাড়ি গোটায় শিলিগুড়ি।
|
রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় জয়ী হল বেনালি ইয়ং স্টার ক্লাব। রনাই মাঠে তারা ব্লুমেক্স এগারাকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে ব্লুমেক্স ৪ উইকেটে ১০১ রান করে। জবাবে চার উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বেনালি।
|
কুইলাপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল করিমডাঙা সিসি। কুইলাপুর জল ট্যাঙ্কি মাঠে তারা এইচএনওয়াইসিসিকে ৮১ রানে হারায়। প্রথমে ব্যাট করে করিমডাঙা ৬ উইকেটে ১৫০ রান করে। জবাবে ৬৯ রানেই গুটিয়ে যায় এইচএনওয়াইসিস।
|
কাটোয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ড পরিচালিত ওয়ার্ডভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার দুটি খেলা হল মঙ্গলবার। কাটোয়া স্টেডিয়াম ময়দানের প্রথম খেলায় ১২ নম্বর ওয়ার্ড হারিয়ে দেয় ৮ নম্বর ওয়ার্ডকে। প্রথমে ব্যাট করে ৮ নম্বর ওয়ার্ড ৫৩ রান করে। আট উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ১২ নম্বর ওয়ার্ড। এ দিনের দ্বিতীয় খেলায় ১৫ নম্বর ওয়ার্ডকে হারিয়ে জয়ী হয় ৫ নম্বর ওয়ার্ড। ১৪৭ রান করেছিল তারা।
|
পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বিজয়ী হল পানুড়িয়া বিবেকানন্দ সিনিয়র ক্লাব। পানুড়িয়া মাঠে তারা চরণপুর বিসিকে ৩ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে চরণপুর সব উইকেট হারিয়ে ৯১ রান করে। জবাবে সাত উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বিবেকানন্দ।
|
জামুড়িয়া ব্লক ১ যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত দেবাশিস ঘটক ও রবীন কাজী স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় বিজয়ী হল নিঘা সিসি। জামুড়িয়া আজাদ হিন্দ মাঠে তারা বার্নপুর করিমডাঙা সিসিকে ৪৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে নিঘা ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। জবাবে ১১০ রানে শেষ হয়ে যায় বার্নপুরের খেলা।
|
আন্তঃ ইসিএল কুনস্তরিয়া এরিয়াকে ২২ রানে হারায়। প্রথমে ব্যাট করে মোগমা ৮ উইকেট হারিয়ে ১৬০ রান করে। জবাবে কুনস্তড়িয়া ১৩৮ রানে সব উইকেট হারায়। |