হাসপাতালে
প্রসব-সুরক্ষা নিয়েই
সংশয় রাজ্যে |
সোমা মুখোপাধ্যায়, কলকাতা: প্রসঙ্গ সেই পরিকাঠামোয় ঘাটতি। যার জেরে মাথা চাড়া দিয়েছে বিস্ময়কর এক সংশয় এ রাজ্যে শিশু-জন্মের ক্ষেত্রে প্রতিষ্ঠান বেশি উপযোগী, নাকি বাড়ি?
হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে না বাড়িতে কোথায় জন্মালে শিশু-মৃত্যুর হার কমবে, কিংবা কোথায় মা ও নবজাতকের যথাযথ যত্ন সম্ভব, সাধারণত সে ব্যাপারে কোনও দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। |
|
সোমা মুখোপাধ্যায়, কলকাতা: এত দিন জেলা থেকে অভিযোগ আসছিল। এ বার টাকার বিনিময়ে সুপার স্পেশ্যালিটি এসএসকেএম হাসপাতালের নাম করেও ভুয়ো নিয়োগপত্র মিলল।
বিষয়টি নিয়ে অস্বস্তিতে স্বাস্থ্য দফতর। হাসপাতাল কর্মীদের একাংশ এই চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, বিভিন্ন হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে লোকের কাছ থেকে টাকা আদায় করার একটি চক্রের খবর তাঁদের কাছেও এসেছে। |
জাল নিয়োগপত্র নিয়ে
কাজে হাজির ৬০ জন |
|
মিটল বহু দিনের দাবি, চালু সিজারিয়ান বিভাগ |
 |
নিজস্ব সংবাদদাতা, বাগনান: হাওড়ার বাগনান গ্রামীণ হাসপাতালে চালু হল সিজারিয়ান বিভাগ। বৃহস্পতিবার থেকে এই বিভাগটি চালু করা হয়। এ দিন এই হাসপাতালে বর্ণালী বাগ নামে এক প্রসূতির সিজারিয়ান করে প্রসব করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত সপ্তাহে এক দিন করে সিজারিয়ান করানো হবে। |
|
হাসপাতাল চত্বরেই
সার দিয়ে গাড়ি |
 |
|
টুকরো খবর |
|
|