|
|
|
|
সেচের বিদ্যুৎ চেয়ে অবরোধ ক্ষুব্ধ কৃষকদের |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
চাষের জন্য বসানো গভীর নলকূপে বিদ্যুৎ সংযোগ দেওয়া নিয়ে টালবাহানার অভিযোগ তুলে তমলুক-পাঁশকুড়া রাস্তা অবরোধ করলেন কয়েকশো কৃষক। সোমবার তমলুকের রাধামণির কাছে বিষ্ণুবাড় ১ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা ও পরে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত দু’দফায় প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধের জেরে ব্যস্ত ওই সড়কে বাস, ট্যাক্সি, ট্রেকার চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন বহু যাত্রী। পরে তমলুকের বিডিও ঘটনাস্থলে গিয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগের আশ্বাস দেন। তারপর অবরোধ ওঠে। বিডিও মধুমালা নন্দী বলেন, “আজ, মঙ্গলবার এই নিয়ে বৈঠক হবে।”
বিষ্ণুবাড় ১ পঞ্চায়েত এলাকায় সেচের জন্য কৃষি-সেচ দফতরের অধীন একটি গভীর নলকূপ ছিল। কয়েক বছর হল সেটি অকেজো হয়ে গিয়েছে। দফতরের উদ্যোগে ওই একই এলাকায় নতুন করে গভীর নলকূপ বসানো হয়েছে। তাতে বিদ্যুৎ সংযোগের জন্য কৃষি-সেচ দফতর বিদ্যুৎ দফতরে আবেদন করেছে প্রায় দু’মাস আগে। কিন্তু এখনও সংযোগ দেওয়া হয়নি। ফলে, চালু হয়নি নতুন গভীর নলকূপটি। জেলা কৃষি-সেচ দফতরের নির্বাহী বাস্তুকার বিশ্বজিৎ বেরা কৃষকদের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর বক্তব্য, “সংযোগ দেওয়ার জন্য বিদ্যুৎ দফতরে আবেদন করা হয়েছিল। দুই দফতরের যৌথ সমীক্ষাও হয়েছে। দ্রুত সংযোগের জন্য বিদ্যুৎ দফতরকে বলা হয়েছে।” কেন সংযোগ দেওয়া হচ্ছে না? জেলা বিদ্যুৎ দফতরের এক পদস্থ আধিকারিক বলেন, “পর্যাপ্ত সরঞ্জামের সরবরাহ না থাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে সমস্যা হচ্ছে।”
এ দিকে, নতুন গভীর নলকূপের মাধ্যমে সেচের জলের জোগান মিলবে, এই আশায় স্থানীয় বিষ্ণুবাড়, হীরাপুর ও মান্দারগড় গ্রামের কয়েকশো চাষি বোরো চাষের জন্য বীজতলা তৈরি করেছেন। তাঁরাই এই দিন পথ অবরোধ করেন। বেলা সাড়ে ১১টা নাগাদ তমলুকের বিডিও গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তখন কিছুক্ষণের জন্য অবরোধ তুলে নেওয়া হয়। পরে কৃষকরা ফের ওই একই দাবিতে সড়ক অবরোধ করেন। তখন পঞ্চায়েত অফিসে বিডিও ফের কৃষকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
তারপর দুপুর দেড়টা নাগাদ অবরোধ ওঠে। এ দিনের অবরোধে নেতৃত্ব দেওয়া কিশোর মান্না বলেন, “ডিপ-টিউবওয়েল থেকে সেচের জল পাওয়ার আশায় অনেকে বোরো চাষে নেমেছিলাম। কিন্তু বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় বিপাকে পড়েছেন এলাকার কয়েকশো চাষি। আমরা দ্রুত ওই
ডিপ-টিউবওয়েলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আবেদন জানিয়েছি।” |
|
|
|
|
|