|
|
|
|
মেঘের চাদর সরে গেলেই ফের শীত |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সকাল থেকেই মহানগরে নীল আকাশটা উধাও। চোখে পড়েনি রোদ্দুরও। তার বদলে মেঘলা আকাশ আর এলোমেলো হাওয়ায় বদলে গিয়েছিল মাঘের চেনা ছবিটা। আবহবিদেরা বলছেন, পশ্চিমবঙ্গের আশপাশে আবহাওয়ার কিছু পরিবর্তন হয়েছে। তার ফলেই বদলেছে মাঘের পরিচিত শীত-চিত্র।
কী সেই পরিবর্তন? সোমবার হাওয়া অফিস সূত্রের খবর, অরুণাচল এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেই মেঘের আনাগোনা বেড়েছে দক্ষিণবঙ্গের আকাশে। এমনটাই হয়েছিল বড়দিনের গোড়ায়। এ দিন মহানগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। দক্ষিণবঙ্গে শীত-চিত্রে কিছু পরিবর্তন ঘটলেও উত্তরবঙ্গে কনকনে শীতই চলছে। এ দিন জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছয় ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি কম। ওই এলাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলেই আবহবিদদের মত। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কমে গেলে আবহবিজ্ঞানের পরিভাষায় সেটাকে বলে শৈত্যপ্রবাহ।
মহানগরের পরিস্থিতি কী? আবহবিদেরা জানান, কলকাতা এবং সংলগ্ন এলাকায় এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। শৈত্যপ্রবাহ কেটে গিয়েছে পশ্চিমের জেলাগুলিতেও। এ দিন বীরভূম, বাঁকুড়া-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রির উপরে ছিল।
তা হলে শীত কি বিদায় নিচ্ছে?
আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী গণেশকুমার দাস জানান, মেঘলা আকাশটা একটা সাময়িক পরিস্থিতি। খুব শীঘ্রই তা কেটে যাবে। কলকাতা এবং সংলগ্ন এলাকার তাপমাত্রাও ফের কমবে। আবহবিদদের পূর্বাভাস, আজ, মঙ্গলবার মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বস্তুত সোমবার সন্ধ্যা থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। আগামী ৪৮ ঘণ্টা মহানগরের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেও হাওয়া অফিসের আবহবিদেরা জানিয়েছেন। অর্থাৎ শীতের বিদায় এখনই নয়। শীত রয়েছে উত্তর ও মধ্য ভারতেও। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহ চলছে। কাশ্মীরে ফের পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে। তার দাপটে ওই রাজ্যে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। তার জেরও এসে পড়তে পারে সমতলের বিভিন্ন অঞ্চলে। |
|
|
|
|
|