|
|
|
|
দক্ষিণের দুই রাজ্যে হিমশিম দুই বড় দল |
তেলেঙ্গানা নিয়ে সংসদে অস্থিরতা চায় না কেন্দ্র |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের প্রশ্নে দু’পা এগিয়েও এক পা পিছিয়ে এল কংগ্রেস। দলীয় সূত্রে বলা হচ্ছে, সংসদের বাজেট অধিবেশন আসন্ন। তার আগে দিল্লিতে অস্থিরতা এড়াতেই শেষ পর্যন্ত দাক্ষিণাত্যে ঝুঁকি নেওয়ার সাহস দেখাল না সরকার।
তেলেঙ্গানা অঞ্চলের উত্তাপ কমাতে আপাতত কিছু আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে কেন্দ্র। সেই সঙ্গে কিরণ রেড্ডিকে সরিয়ে তেলেঙ্গানার কোনও নেতাকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেস হাইকম্যান্ড।
যদিও কেন্দ্রের এই টালবাহানা মানতে নারাজ তেলেঙ্গানা। পৃথক রাজ্যের দাবিতে আজও উত্তপ্ত ছিল অন্ধ্রপ্রদেশের এই বিস্তীর্ণ অঞ্চল। হায়দরাবাদের ইন্দিরা পার্কে তেলেঙ্গানার দাবিতে বিক্ষোভ সমাবেশ চলছে। আজ সেই সমাবেশে পৌঁছনোর পথে পুলিশ ব্যারিকেড ভাঙার
চেষ্টা করে জনতা। ওয়ারাঙ্গালে কাকাতিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে আত্মাহুতির হুমকি দেন
কিছু ছাত্র।
স্থানীয় রাজনৈতিক চাপে ইতিমধ্যেই ইস্তফার হুমকি দিয়েছেন ওই অঞ্চল থেকে নির্বাচিত সাত কংগ্রেস সাংসদ। তেলেঙ্গানা থেকে নির্বাচিত রাজ্য মন্ত্রিসভার সদস্যরাও জানিয়েছেন, তাঁরা যে কোনও বলিদান দিতে তৈরি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ও স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্দের বিরুদ্ধে আজ একটি মামলা গৃহীত হয়েছে অন্ধ্রপ্রদেশের একটি আদালতে। অভিযোগকারীদের বক্তব্য, পৃথক রাজ্য গঠন নিয়ে প্রাক্তন ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী গোটা দেশকে বিভ্রান্ত করেছেন। চিদম্বরম ও শিন্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।
সব মিলিয়ে অন্ধ্র এখন কংগ্রেসের গলার কাঁটা হয়ে উঠেছে। দলের শীর্ষ নেতাদের বক্তব্য, এখন পৃথক তেলেঙ্গানা সম্পর্কে কোনও ঘোষণা করলে গোটা দেশে পৃথক রাজ্য নিয়ে আন্দোলন মাথাচাড়া দেবে। তাতে বাজেট অধিবেশনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সম্প্রতি জয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরে তেলেঙ্গানা প্রশ্নে আলোচনার সময়ে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের নেতারা আপত্তি করেন। তাঁদের বক্তব্য ছিল, অন্ধ্র ভাগ করলে এই রাজ্যগুলিতেও বিভাজনের দাবি প্রবল হবে।
মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্য আজ বলেন, সংসদের বাজেট অধিবেশন কংগ্রেসের জন্য এ বার খুবই গুরুত্বপূর্ণ। কারণ, জমি অধিগ্রহণ বিলটি এ বার পাশ করানো হবে। সেই সঙ্গে খাদ্য সুরক্ষা বিলও পাশ করাতে চায় কেন্দ্র। তেলেঙ্গানা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিলে অস্থিরতা তৈরি হতে পারে। তাতে সংসদের বাজেট অধিবেশন পণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে। তবে তেলেঙ্গানা নিয়ে দলের এই অবস্থানে অন্ধ্রপ্রদেশ হাতছাড়া হতে পারে বলে মত দলেরই একাংশের।
কংগ্রেসের বিপাক তীব্রতর করে তুলতে নেমে পড়েছে বিজেপি-ও। দলের সভাপতি রাজনাথ সিংহ বলেন, “বিজেপি বরাবরই ছোট রাজ্যের পক্ষে। কিন্তু কংগ্রেস তেলেঙ্গানার দাবি নিয়ে ছেলেখেলা করছে।” কংগ্রেস মুখপাত্র রশিদ অলভির সাফাই, বিষয়টি স্পর্শকাতর। দায়িত্বশীল সরকার হিসেবে তাই সাবধানে এগোতে চায় কেন্দ্র। বিজেপি বিষয়টি নিয়ে খামোখা রাজনীতি করছে। |
|
|
|
|
|