নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রজাতন্ত্র দিবসে জেলার আট কৃতী খোলোয়াড়কে সংবর্ধনা দিল জেলা পুলিশ। বর্ধমানের পুলিশ লাইনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা ও এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। সম্বর্ধিতদের মধ্যে রয়েছেন ব্যাঙ্ককে আয়োজিত আন্তর্জাতিক যোগাসনে সোনা ও রূপোজয়ী স্কুলছাত্রী জয়শ্রী পাত্র, জাতীয় সাব জুনিয়র বাস্কেটবলে যোগদানকারী সুমন দাস, আন্তঃ জোন ক্রীড়ায় সোনাজয়ী অ্যাথলিট স্মৃতি মণ্ডল, সাঁতারু প্রত্যয় ভট্টাচার্য, জাতীয় স্কুল যোগাসনে ব্রোঞ্জ পাওয়া সৌমি ঘোষ, রাজ্য যোগাসনে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ানস সঞ্জয় বাহাদুর, উইমেন্স ফিটনেসে জয়ী জয়ীতা সেন ও রাজ্য দেহসৌষ্ঠবে ব্রোঞ্জ জয়ী জীতেন্দ্র মিস্ত্রি।
|
অস্বাভাবিক মৃত্যু ছাত্রের |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক কলেজ ছাত্রের। তাঁর নাম কবিরুদ্দিন শেখ (২২)। বাড়ি মন্তেশ্বরের সোনাগাছিতে। কেতুগ্রামের চন্দ্রপুর কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্র সে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বাড়ি থেকে বেরোনোর পরে আর ফেরেননি তিনি। পরে রাতে মেমারি-মন্তেশ্বর রোডের জিকরা মোড়ে একটি জনশূন্য বাড়ি থেকে অসুস্থ অবস্থায় তাঁকে পাওয়া যায়। প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই ছাত্র।
|
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ পার্ট ২ অনার্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সোমবার। ২২ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৬৭৪ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার শতকরা ৭২.৯৬। পার্ট নট কমপ্লিট বা পিএনসি হয়েছে ৩৬০৭। গত বার পাশের হার ছিল ৭৪.০৭। বিএ পার্ট ২ পাশ পাঠ্যক্রমে ৪৬৭৫৬ জনের মধ্যে ১৪২০ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৩৯.৬৬। পিএনসি ১১৪০২।
|
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
হোটেলের ঘরে মিলল এক ব্যবসায়ীর দেহ। মৃতের নাম একরাম আহমেদ ওরফে মন্টু (৪৫)। বাড়ি বর্ধমান শহরের টিকিয়াপাড়ায়। একটি এসটিডি বুথ ও হোটেলের মালিক তিনি। সোমবার সকালে শহরের বিজয়তোরণের পাশে একটি হোটেলে পুলিশ গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা। |