কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের মামার বাড়ি ও বর্ধমানের দুই জায়গা পরিদর্শন করে গেলেন রাজ্য হেরিটেজ কমিশনের দুই প্রতিনিধি। সোমবার বর্ধমানে আসেন সহকারি বাস্তুকার পিকে সিংহ ও বিশেষ আধিকারিক বসুদেব মালিক। প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুরনো রাজবাড়ি, পরে কালনার পাতিলপাড়া গ্রামে কবির মামার বাড়ি ঘুরে দেখেন তাঁরা। ওই বাড়িতেই ১৮৮৭ সালের ২৬ জুন জন্ম হয়েছিল কবির।
গ্রামবাসীরা জানান, চার দশক আগে এখানে একটি দোতলা বাড়ির ভাঙাচোরা কাঠামো ছিল। তবে তা নষ্ট হয়ে যায়। এলাকাটি কিছুক্ষণ ঘুরে দেখেন প্রতিনিধি দলটি। ছবিও তোলেন। তাঁদের বক্তব্য, এই কমিশন মূলত পুরনো কাঠামো সংরক্ষণ করে। এ ক্ষেত্রে কাঠামো না থাকায় সমস্যা রয়েছে। তবে এখানে পাঠাগার-সহ কয়েকটি প্রকল্প নেওয়ার জন্য অন্যান্য সরকারি দফতরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তাঁরা। সহকারি বাস্তুকার বলেন, “জায়গাটির ‘ল্যান্ড ম্যাপ’, ‘নো অবজেকশন সার্টিফিকেট’-সহ কয়েকটি নথি জোগাড় করে দফতরে পাঠাতে হবে। বিষয়টি নিয়ে আলোচনা করব।” বসুদেববাবু বলেন, “রাজবাড়ির নির্মাণশৈলী খুব সুন্দর। বিশ্ববিদ্যালয়ের তরফে তা সংরক্ষণের আবেদন করা হয়েছে। কয়েক জায়গায় রঙের প্রলেপও দেওয়া রয়েছে, যা আমাদের নিয়মবিরুদ্ধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বাড়িটিতে কোনও কাজ করতে গেলে এখন থেকে হেরিটেজ কমিশনের পরামর্শ নিতে হবে।” তিনি জানান, দুই জায়গারই রিপোর্ট জমা দেওয়া হবে। বিশেষজ্ঞ কমিটির আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। |