নারী নির্যাতন রুখতে এবং নারীদের সাহায্যে ২৪ ঘণ্টার একটি হেল্পলাইন পরিষেবা চালু করল পুলিশ। সোমবার বর্ধমান পুলিশ সুপারের অফিসে এই হেল্পলাইন পরিষেবার উদ্বোধন করেন এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। নম্বরটি হল ৯৭৭৫২৭৪৩৮৮। পুলিশ জানায়, যে কোনও ধরনের নির্যাতনের শিকার হলেই মহিলারা এই নম্বরে ফোন করকে পারেন। সঙ্গেসঙ্গেই ছুটে যাবে পুলিশ। মহিলার ঠিকানা নিয়ে তাঁর অভিযোগ নথিভূক্ত করা হবে। এসপি বলেন, “বর্ধমান থানায় আগে থেকেই একটি মহিলা সেল চালু ছিল। সেখানেই চালু হয়েছে এই হেল্পলাইন। কোনও নির্যাতিতার ফোন পেলেই মহিলা সেলের ওসি বা পুলিশ কর্মীরা তা জানিয়ে দেবেন সংশ্লিষ্ট থানাকে। সেই থানা থেকেই পুলিশ ছুটে যাবে ঘটনাস্থলে। যদি রেল স্টেশনেও মহিলারা ইভটিজিং বা ছিনতাইবাজেদের সামনে পড়েন তাহলেও এই নম্বরে ফোন করতে পারেন। জেলা পুলিশ সঙ্গে সঙ্গে এই ঘটনার কথা সংশ্লিষ্ট বিভাগকে জানাবে।”
সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই হেল্পলাইন চালু হয়েছে। রাজ্য জুড়ে ধর্ষণের বাড়বাড়ন্ত রুখতে এই ধরনের সেল খোলা বলে জানান জেলা পুলিশের এক কর্তা। এসপি বলেন, “শুধু বর্ধমান নয়, এই নম্বরে ফোন করতে পারবেন রাজ্যের যে কোনও জায়গার বাসিন্দারাই। তাঁদের অভিযোগ নথিভুক্ত করে সঙ্গেসঙ্গে জানিয়ে দেওয়া হবে পুলিশ ওয়্যারলেস বা টেলিফোনে। পুলিশ বা সংশ্লিষ্ট থানা ছাড়া স্থানীয় প্রশাসন বা বিডিওকেও খবরটি জানানো হবে।”
সোমবার ওই নম্বরে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে প্রথম ফোনটি পান মহিলা সেলের ওসি আল্পনা মুখোপাধ্যায়। তিনি বলেন, “এক মহিলার ভাইঝি স্কুল থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। তিনি সেটাই জানান। দেখছি কত দ্রুত সংশ্লিষ্ট থানা বা পদস্থ পুলিশ অফিসারেকে জানানো যায়।” |