টুকরো খবর |
প্রাথমিকে ৭০০ শিক্ষক নিয়োগ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
মামলার গুজব সরিয়ে দক্ষিণ দিনাজপুরে ৭ শতাধিক প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতি প্রশাসনিক স্তরে শুরু হল। এই প্রথম সাঁওতালি ভাষার অলচিকি হরফে পরীক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে। শুক্রবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাচ্চু হাঁসদা বলেন, “রাজ্যের অন্যান্য জেলাগুলির সঙ্গে এই জেলায় নতুন ৭৫৩ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। অলচিকি জানা সাঁওতালি ভাষায় পড়ুয়াদের পঠনপাঠনে এবারে ৩০টি পদ সংরক্ষিত করা হয়েছে। সাঁওতালি ভাষা জানা সাধারণ শ্রেণির প্রার্থীরাও আবেদন করে পরীক্ষা দিতে পারবেন।” চেয়ারম্যানের অভিযোগ, “এ জেলায় মামলার জটে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ রয়েছে বলে একটি মহল থেকে গুজব ছড়ানো হয়েছিল তা সর্বৈব মিথ্যা। আগামী ১৬ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদনপত্র বিলি শুরু হয়ে যাবে। রাজ্য থেকে ইতিমধ্যে ২ লক্ষ ফর্ম সংসদে পাঠানো হয়েছে।” বালুরঘাটে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক, রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের শাখা গুলির মাধ্যমে জেলা জুড়ে ফর্ম বিলি করা হবে। লিখিত পরীক্ষা হবে আগামী ২৩ ডিসেম্বর। জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত রিক্রুটমেন্ট কমিটিতে জেলাশাসককে চেয়ারম্যান করে নিয়োগের প্রস্তুতি পর্বের কাজ জোর কদমে শুরু হয়েছে। কমিটির ভাইস চেয়ারম্যান হলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যন বাচ্চু হাঁসদা। তা ছাড়া কমিটিতে জেলা পুলিশ সুপারকে রাখা হয়েছে। জেলায় শিক্ষকের অভাবে বহু স্কুল এক শিক্ষক এবং দুই শিক্ষক দিয়ে চলছে। নতুন এই শিক্ষক নিয়োগ হলে ওই সমস্যা মিটবে বলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অমলেন্দু সরকার আশা প্রকাশ করেছেন।
|
গোবরজনায় কালী পুজো |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
প্রচলিত বিশ্বাস কালিন্দ্রী নদীর ধারে পুজোর সূচনা করেন দেবী চৌধুরানি। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের নায়িকা বজরায় চেপে ভবানী পাঠককে সঙ্গে নিয়ে কালিন্দ্রী দিয়ে যাওয়ার সময় বিশ্রাম নিতে ওই এলাকায় নামেন। পরদিন কার্তিক মাসের অমাবস্যা তিথি। সেখানেই কালীপুজোর আয়োজন করেন তিনি। কয়েকশো বছর আগের ওই পুজো আজও চলছে মালদহে রতুয়ার গোবরজনার চৌধুরী পরিবারের উদ্যোগে। বাসিন্দারা জানান, দেবী চৌধুরানী ফিরে যাওয়ার পরে পুজোর দায়িত্ব নেয় গোবরজনা এলাকার জঙ্গলে লুকিয়ে থাকা রাজপুত দস্যুরা। পরে এক সময় সেটা চলে আসে চৌধুরী পরিবারের হাতে। বর্তমানে তা মালদহের অন্যতম বড় কালীপুজো হিসেবে পরিচিতি। এ বারও পুজোর কয়েক দিন আগে থেকে ভিড় সামাল দিতে শুরু হয়েছে পুলিশ প্রশাসনিক স্তরের প্রস্তুতি। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ বার দু’জন ডিএসপি, কয়েকজন ইন্সপেক্টর দেড়শো পুলিশ কর্মী মোতায়েন করা হবে। দু’দিন বিরাট মেলা বসবে এখানে। মালদহ, দুই দিনাজপুর ছাড়াও বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ ও নেপাল থেকে প্রচুর মানুষ পুজো দিতে ভিড় করবেন। পুরনো রীতি মেনে পুজোর আয়োজন হবে। বাসিন্দারা জানান, ঘন জঙ্গলে ভরা গোবরজনা এলাকায় বাঘের উপদ্রব ছিল। এখন ওই পুজোর সুবাদে এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। পুজোর আয়োজন হয় হয় স্থায়ী মন্দিরে। চৌধুরী বাড়ি থেকে সাড়ে ৬ হাতের কালী প্রতিমা পুজোর দিন সন্ধ্যায় শোভাযাত্রা করে মন্দিরে নিয়ে যাওয়া হয়। ব্যাঙ্কের লকারে রাখা অলঙ্কার দিয়ে সাজানো হয় দেবীকে। চৌধুরী পরিবারের তরফে শ্যামাপদ চৌধুরী বলেন, “পারিবারিক ছোঁয়াটুকু ছাড়া সব অর্থেই ওই পুজো সর্বজনীন।”
|
গুলিতে খুন ব্যবসায়ীকে |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছে। বৃহস্পতিবার মালদহের বৈষ্ণবনগর বালিকা বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নিহত ব্যবসায়ীর নাম শ্রীনিবাস রায় (৩৩)। ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে ওই ব্যবসায়ী খুন হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে ধরা হয়েছে। কয়েক জনের খোঁজে তল্লাশি চলছে।”
|
ভাড়া কার্যকর হয়নি, ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রাজ্য সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া কার্যকর না হওয়ায় উত্তর দিনাজপুর জেলার বেসরকারি বাস মালিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উত্তর দিনাজপুর জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, এক সপ্তাহ আগে বর্ধিত ভাড়ার বিজ্ঞপ্তি জেলা পরিবহণ দফতরে পৌঁছলেও তা কার্যকরী করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়নি। কয়েক দিন আন্দোলনের পরেও ভাড়ার তালিকা প্রকাশ হয়নি। এর প্রতিবাদে সংগঠনের তরফে বেসরকারি পরিবহণ ধর্মঘটের হুমকি দেওয়া হয়।
|
পুলিশ সাজায় মারধর, জখম |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বাড়ির অমতে বিয়ে করা মেয়েকে পুলিশ সেজে শ্বশুর বাড়ি থেকে তুলে আনতে গিয়ে গণপিটুনিতে জখম হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুরে বংশীহারী এলাকায়। জখম ব্যক্তির নাম রবিনাথ ওঁরাও। দেড় বছর আগে তপনের লাখসি ইয়াসমিন বংশীহারীর বনিপাড়ার আবু মাসুমের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। পাত্র পছন্দ নয় বলে যুবতীর বাড়ির মেয়েকে ফিরে পেতে মরিয়া বাবা ৭-৮ জনকে পুলিশের বেশ পরিয়ে গাড়িতে চেপে মেয়ের শ্বশুর বাড়িতে চড়াও হন।
|
জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের দাবি |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রেলপথ তৈরির জমি অধিগ্রহণের শুনানি সভায় উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে ফের বিক্ষোভ দেখালেন চাষিরা। শুক্রবার রায়গঞ্জ স্টেশন লাগোয়া এলাকায় এই বিক্ষোভের ঘটনা ঘটে।
|
চাঁদার জুলুম |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
চাহিদা মত চাঁদা না দেওয়ায় জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক তপন তরফদারকে মারধরের হুমকির অভিযোগ উঠেছে একটি কালীপুজো কমিটির বিরুদ্ধে।
|
ব্যবসায়ী গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
নিষিদ্ধ শব্দবাজির কারবার করায় তপন শা নামের এক ব্যবসায়ীকে শুক্রবার বাড়ি থেকেই গ্রেফতার করল পুলিশ।
|
বিষক্রিয়ায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
বিষক্রিয়ায় এক বধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রায়গঞ্জ হাসপাতালে। মৃতার নাম জাসমিনারা খাতুন (১৯)। বাড়ি ইটাহার থানার বালিহারা এলাকায়।
|
প্রদীপের দাবি |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
লোবার ঘটনায় পুলিশ গুলি চালিয়েছিল বলে দাবি করলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।
|
তেল আটক |
হাজার লিটার কেরোসিন বাজেয়াপ্ত করল জেলার দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। শুক্রবার উত্তর দিনাজপুরের ডালখোলা বাজার এলাকা থেকে তা বাজেয়াপ্ত করে পুলিশ। স্থানীয় এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। |
|