গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৩ সালের শিক্ষা বর্ষে স্নাতক কোর্সের বিএ-বিএসসি, বিকম পরীক্ষা এক মাস এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য রাজ্য স্তরে যে ‘কমন অ্যডমিশন টেস্ট’ চালু হতে চলেছে। তাতে ছাত্রছাত্রীদের বসার সুযোগ করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৩ সালে স্নাতক কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষার এক মাস এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। দিনক্ষণ ঠিক করে একটি খসড়া পরীক্ষার সময়সূচী ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। সেই সম্ভাব্য পরীক্ষার সময় সূচি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগ থেকে মালদহ ও দুই দিনাজপুরের ২২টি কলেজের অধ্যক্ষদের কাছে পাঠিয়ে দিয়েছে। তৃতীয় বর্ষের পরীক্ষা এগিয়ে আনার বিরোধিতা করে গৌড় কলেজে অধ্যক্ষ প্রাণতোষ সেন বলেন, “এখনও দ্বিতীয় বর্ষের পরীক্ষাই শেষ হয়নি। ফল প্রকাশের পরে ছাত্রছাত্রীরা তৃতীয় বর্ষে ভর্তি হবে। প্রায় সঙ্গে সঙ্গেই পরীক্ষায় বসতে হবে। এটা মানতে পারব না।” বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে , ২০১৩ সালের ২২ এপ্রিল থেকে স্নাতক কোর্সের তৃতীয় বর্ষের বিএ, বিএসসি, বিকম লিখিত পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। সেপ্টেম্বর মাসে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর কলকাতায় রাজ্যের সমস্ত বিশ্বিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক, ডেপুটি পরীক্ষা নিয়ামকদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে জানানো হয়, রাজ্যে সব বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য কমন অ্যডমিশন টেস্ট হবে। পরীক্ষার দায়িত্বে থাকবে কলেজ সার্ভিস কমিশন। ওই পরীক্ষা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বসার সুযোগ পান, সে জন্য ১৫ এপ্রিল থেকে ১৫ জুনের মধ্যে স্নাতক স্তরের তৃতীয় স্তরের পরীক্ষা শেষ করতে হবে। ৩১ জুনের মধ্যে রেজাল্ট বের করতে হবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক সনাতন দাস বলেন, “উচ্চ শিক্ষা দফতরের বৈঠক থেকে ফিরে বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের পরীক্ষা এক মাস এগিয়ে এনে একটা খসড়া পরীক্ষার সময়সূচি তৈরি করেছি। সেই পরীক্ষার সময়সূচি সব কলেজের অধ্যক্ষকে পাঠিয়ে দেওয়া হয়েছে। খসড়া সময়সূচিতে ২২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” |