পুস্তক পরিচয় ৩...
সম্ভাবনা বহু, নেই পরিকল্পনা
টু বি অর নট টু বি।
প্রশ্ন সেটাই।
আজ শহরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা। উদ্বোধন করবেন ভারতীয় চলচ্চিত্রের বিগ বি, অমিতাভ বচ্চন। সম্প্রতি মুম্বইয়ে তাঁর ৭০ বছরের জন্মদিনের উদ্যাপনের অন্যতম অঙ্গ ছিল একটি কফিটেবল বইপ্রকাশ। সে বইয়ে দেশের খ্যাতনামা শিল্পীদের তুলিতে নানা বচ্চন। ভাবনাটা জয়া বচ্চনের। ৭০তম জন্মদিনটিকে অন্য ভাবে পালন করতে গিয়ে বইটির পরিকল্পনা করেছিলেন তিনি। মেগাস্টারকে নিয়ে ভারতীয় শিল্পীদের নানা ভাবনার সেই সংকলন প্রকাশিত হয়েছে রিলায়েন্সের সহায়তায়।
সে বইয়ের নাম বি ৭০। অতি সংক্ষিপ্ত, অব্যর্থ নাম। আর সেই নামটাই মনে পড়িয়ে দিয়েছে দশ বছর আগে অমিতাভ বচ্চনকে নিয়ে প্রকাশিত আর একটি বইয়ের নাম, টু বি অর নট টু বি। ছবিতে বচ্চনের এই অনবদ্য সংকলনটিতে ছবি দেওয়ার আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন রামেশ্বর ব্রুটা, সতীশ গুজরাল, সুহাস রায়, পরেশ মাইতি, শক্তি বর্মণ, জয়শ্রী বর্মণ, শুভাপ্রসন্ন, সুনীল দাসের মতো প্রথম সারির শিল্পী। কেউ ছবিতে ধরেছেন বচ্চনের কাউবয়-স্বভাবটাকে, কেউ রাগী যুবকটিকে আবার কেউ নিছকই বিনীত এক ‘বাবুমশাই’কে।
শুধু তো অভিনেতা নন অমিতাভ। ‘শোলে’ কিংবা ‘ব্ল্যাক’-এর ভারত-কাঁপানো স্টার যিনি তিনিই আবার মৃণাল সেনের ‘ভুবনসোম’ বা সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কে খিলাড়ি’-র ভাষ্যপাঠক, মনমোহন উপস্থাপক। সব মিলিয়ে বিংশ আর একুশ শতকের এই ভারতীয় ফেনোমেননকে এ ভাবে ধরে রাখাটাও বইয়ের জগতে ইতিহাস হয়ে রইল।
কিন্তু আজ তাঁকে নিয়ে এ শহরে যে উদ্দীপনা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনকে ঘিরে তা যখন স্তিমিত হয়ে আসবে তখনও এক বার সেই প্রশ্নটি উচ্চারিত হওয়া ভাল, টু বি অর নট টু বি। বলিউডের মহিমা না থাক টলিউডেও তো উত্তমকুমারের মতো উদ্যাপনযোগ্য তারকা ছিলেন একদা। তাঁকে নিয়ে কিছু জলুসহীন প্রকাশনা ছাড়া বাংলা ভাষায় তো আর কোনও স্মরণীয় প্রকাশনা পাওয়া গেল না। টলিউডের আকর্ষণীয় ইতিহাসটিও তো ধরা থাকল না কোনও তথ্যপূর্ণ অথচ আকর্ষণীয় বইয়ে। অথচ সম্ভাবনা ছিল, অভাব রয়ে গেল শুধু পরিকল্পনার।
টলিউডও পাল্টেছে সাম্প্রতিকে। আইসল্যান্ডেও শ্যুটিং হচ্ছে বাংলা ছবির। পরিবর্তন কি আসবে সিনেমা নিয়ে বাংলা বইপত্রের ভাবনায়?
টু বি অর নট টু বি?


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.