আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ধৃত |
এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতার নাম, রীতা কবিরাজ(৩৫)। পুলিশ সূত্রের খবর, ১৬ বছর আগে রাজারহাট নিউটাউন এলাকার বাসিন্দা দেবীরঞ্জন মণ্ডলের মেয়ে রিতাদেবীর সঙ্গে গোসাবার বিজয়নগরের বাসিন্দা পরিতোষ কবিরাজের বিয়ে হয়েছিল। ওই দম্পতির একটি পুত্র সন্তানও রয়েছে। পরিতোষ পেশায় রাজমিস্ত্রি। কয়েক মাস আগে সুব্রত মণ্ডল নামে এক স্থানীয় যুবকের সঙ্গে রিতাদেবীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। কয়েক দিন আগে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। তারপরেই রীতাদেবী গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করেন। পরে গোসাবা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর মৃত্যু হয়। গৃহবধূর বাবার অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়। ধৃতকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হাজতের নির্দেশ দেন।
|
কেপমারির ঘটনা ঘটল বসিরহাটের রেজিস্ট্রি অফিস মোড়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অবসরপ্রাপ্ত কর্মী কালিপদ ঘটক ছেলের বিয়ের কেনাকাটা করার জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফিরছিলেন। তখনই এই ঘটনা ঘটে। কালিপদবাবু বলেন, “শুক্রবার তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকা তুলে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে আমার গায়ে কিছু একটা ছড়িয়ে দেওয়া হয়। সেই সময় পিঠ চুলকাচ্ছে দেখে আমি একটি দোকানে ঢুকে ব্যাগটি শো-কেসের উপর রাখি। তখনই ব্যাগটি হাতিয়ে নেয় কেপমারেরা।” অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
|
সোনারপুরে ছিনতাইয়ের ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি। বৃহস্পতিবার স্থানীয় প্রতাপনগরে ছিনতাইবাজদের পাকড়াও করতে গিয়ে তাদের গুলিতে জখম হন ঝর্না নস্কর নামে এক মহিলা। দুষ্কৃতীরা তাঁর বোন রমা সর্দারের হার ছিনতাই করে। পুলিশ জেনেছে, দুই দুষ্কৃতী কালো মোটরবাইকে এসেছিল। পুলিশের দাবি, দুষ্কৃতীদের চিহ্নিত করা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি বলেন, “দুষ্কৃতীদের খোঁজ চলছে।” ঝর্নাদেবীর অবস্থাও স্থিতিশীল বলে জানান চিকিৎসকেরা।
|
অটো উল্টে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম শেফালি মণ্ডল (৩২)। বাড়ি ফলতার বালেশ্বরপুর গ্রামে। শুক্রবার দুপুরে ফলতার ১১৭ নম্বর জাতীয় সড়কে বঙ্গনগর বাস মোড়ের কাছে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন অটোচালক-সহ দু’জন। তাঁদের স্থানীয় বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুর দেড়টা নাগাদ ফতেপুর থেকে অটোটি আসছিল। বাস মোড়ের কাছে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে উল্টে যায়।
|
সৌর বাতি দেওয়ার নামে সুন্দরবন এলাকার গ্রামবাসীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। ওই সংস্থার চার জনকে হিঙ্গলগঞ্জ থেকে পুলিশ গ্রেফতার করেছে।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দুই পথচারীর। বৃহস্পতিবার রাতে, সোদপুরের সুখচর মোড়ের কাছে। মৃতদের নাম শম্ভু সাউ (৩০) এবং রাজেশ বিশ্বাস (১৬)। পুলিশ জানায়, ট্রাকটি আটক হলেও চালক পলাতক। |