টুকরো খবর
বধূর অপমৃত্যু
অগ্নিদগ্ধ মহিলার মৃত্যুকালীন জবানবন্দির ভিত্তিতে মৃতার স্বামী-সহ শ্বশুরবাড়ির কয়েকজনের বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ। মৃতার নাম রুনা বিবি (২২)। রাড়ি রঘুনাথগঞ্জ থানার রানীনগর গ্রামে। স্বামী-সহ অভিযুক্ত সকলেই পলাতক। বছর চারেক আগে মঙ্গলজন গ্রামে পেশায় রাজমিস্ত্রি আফজাল শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। মৃতার মা নাজেমা বিবি বলেন, “বিয়ের পর থেকেই মেয়ের শ্বশুরবাড়ির তরফ থেকে পণের জন্য চাপ দেওয়া হত। অত্যাচার সহ্য করতে না পেরে মেয়ে গায়ে আগুন দিয়েছে। রাতেই মারা যান রুনা বিবি।

ব্যাঙ্ক ডাকাতিতে ধৃত ১
গত সোমবার রানাঘাটের ইউকো ব্যাঙ্কের একটি শাখায় ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ওই ব্যাঙ্কেরই অস্থায়ী সাফাইকর্মী বিজয় ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই ব্যাঙ্কে বছর তিনেক ধরে সাফাইয়ের কাজ করছে। বৃহস্পতিবার শান্তিপুরের তেঁতুলতলা এলাকা থেকে তাকে ধরে পুলিশ। জেলা পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ধৃত ওই সাফাইকর্মী ডাকাতির সঙ্গে যুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করলে দুষ্কৃতীদের ধরা যাবে বলেও মনে হচ্ছে।” ব্যাঙ্ক ম্যানেজার স্বপনকুমার বারুই বলেন, “আমি সবে দিন পনেরো আগে এই ব্যাঙ্কের এসেছি। তাই ভাল জানি না। তবে বিজয়কে সাধাসিধে বলে মনে হয়। কথাও বলে কম। তার গ্রেফতারের খবরও আমার জানা নেই। পুলিশ তার কাজ করেছে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।”

বোমা উদ্ধার
জঙ্গিপুরের খেজুর তলা গ্রামের এক বাঁশবাগান থেকে মাটিতে পোঁতা অবস্থায় শুক্রবার দুপুরে পুলিশ ৪০০টিরও বেশি তাজা বোমা উদ্ধার করেছে। বোমাগুলি ৪টি পলিথিনের জ্যারিকেনের মধ্যে ভরা ছিল। পুলিশ জানায়, মনে করা হচ্ছে আশপাশের জমির মাটির নীচে আরও বোমা আছে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থলে আপাতত চলছে পুলিশি পাহারা।

লঙ্কার গুঁড়ো দিয়ে ছিনতাইয়ের চেষ্টা
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক অস্থায়ী কর্মীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ও বুকে ছুরি মেরে ছিনতাইয়ের চেষ্টা করল দুই দুষ্কৃতী। শুক্রবার বেলডাঙা স্টেশন সংলগ্ন এলাকায় কাজল মিশ্র নামের ওই ব্যাঙ্ক কর্মীর চড়াই হয় দুষ্কৃতীরা। পরে এলাকার লোকজনের হাতে মেকবর শেখ নামে এক ছিনতাইবাজ ধরাও পরে। অন্য জন পালিয়েছে। পুলিশ মেকবরকে জেরা করছে।

শিবির
দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারের সদস্যদের সরকার থেকে নানা ধরনের আইনি সহায়তা দেওয়া হয় পুরোপুরি বিনামূল্যে। শুক্রবার রাধারঘাট ১ গ্রাম পঞ্চায়েত ভবন প্রাঙ্গণে এ ব্যাপারে সচেতনতা শিবির করা হয় ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস ও পঞ্চায়েতের যৌথ উদ্যোগে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.