টুকরো খবর
বেতন কমায় স্মারকলিপি
মাধ্যমিক স্তরে পড়ুয়াদের পঠনপাঠনের সুযোগ বাড়াতে নতুন করে চালু হওয়া আপার প্রাইমারি স্কুলে অস্থায়ী ভাবে নিয়োগ করা হয়েছিল অবসরপ্রাপ্ত শিক্ষকদের। সম্প্রতি তাঁদের পারিশ্রমিক অনেকটাই কম করে দেওয়ার নতুন এক নির্দেশিকা এসেছে রাজ্য শিক্ষা দফতর থেকে। ওই নির্দেশ অসম্মানজনক জানিয়ে এবং আগের মতোই পারিশ্রমিক দেওয়ার দাবিতে বৃহস্পতিবার জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) কাছে স্মারকলিপি দেন ওই শিক্ষকরা। স্মারকলিপি পেয়েছেন জানিয়ে পূর্ব মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সুধীর চট্টোপাধ্যায় বলেন, “বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব আমি।” পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ২০০টি আপার প্রাইমারি স্কুল (পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) রয়েছে। এই সব স্কুলে পাঁচশোরও বেশি অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে নিযুক্ত করা হয়েছিল। শিক্ষক সুধাংশু বেরা, অনিল সামন্ত বলেন, “অবসরের সময় শিক্ষক হিসেবে যে বেতন মিলত, পেনশনের টাকা তার থেকে বাদ দিয়ে বাকিটা পারিশ্রমিক হিসাবে দেওয়া হচ্ছিল আমাদের। কিন্তু চলতি বছর এপ্রিল মাস থেকে স্নাতক যোগ্যতার অতিথি শিক্ষকদের মাসিক ৫ হাজার ও সাম্মানিক স্নাতক ও স্নাতকোত্তর যোগ্যতার শিক্ষকদের মাসিক ৭ হাজার টাকা পারিশ্রমিক দেওয়ার কথা জানিয়েছে শিক্ষা দফতর, যা আগের চেয়ে অনেকটাই কম। অসম্মানজনক এই সিদ্ধান্ত মানা যায় না।”

সিপিএম কার্যালয়ে হামলার অভিযোগ
সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ভূপতিনগর থানার মাদাখালি বাজারের ঘটনা। এ দিনই মাদাখালিতে তৃণমূলের একটি পথসভা ছিল। অভিযোগ, তৃণমূলের কর্মীরা পথসভা চলার সময়েই ওই কার্যালয়ে ভাঙচুর করে। পরে ভূপতিনগরে দলের জোনাল অফিসেও আগুন লাগায় তারা। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রশান্ত পাত্র বলেন, “তৃণমূলের কর্মীরা সশস্ত্র অবস্থায় পার্টি অফিসে ঢুকে বোমা ফাটায়। আসবাসপত্রও ভাঙচুর করে। আমাদের কর্মীরা প্রাণভয়ে কার্যালয়ে ছেড়ে পালান।” তাঁর আরও অভিযোগ, “পরে ভূপতিনগরে দলের জোনাল কার্যালয়ে একতলায় রাখা কাগজপত্রেও আগুন লাগিয়ে দেয় তৃণমূলের কর্মীরা।” তবে তৃণমূলের ভগবানপুর ১ ব্লক সভাপতি প্রদীপ কয়াল হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “কোনও হামলা করা হয়নি। স্থানীয় জনতা জানেন সে কথা। তবে ভগবানপুরে ওদের কার্যালয়ে আগুন লাগার কথা শুনেছি। কিন্তু কী কারণে কাগজপত্র পুড়েছে জানি না। দলের কেউ এতে জনিত নয়।” মহকুমা পুলিশ আধিকারিক ইন্দ্রজিৎ বসু বলেন, “খবর পেয়ে ভূপতিনগরের ওসির নেতৃত্বে পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। সিপিএমের কার্যালয়ের এক তলায় আগুন লেগেছে।” তবে সেখানে কেউ ছিলেন না।

নন্দীগ্রামে বার্ষিক স্মরণসভা আজ
জমি রক্ষার আন্দোলনে নিহতদের স্মরণে আজ, শনিবার নন্দীগ্রামের গোকুলনগর করপল্লি ও হাজরাকাটায় স্মরণসভায় করছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। ২০০৭ সালের ১০ নভেম্বর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে সশস্ত্র হামলায় স্থানীয় শ্যামলী মান্না ও রেজাউল করিম নিহত হন। এ ছাড়া বহু আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। এরপর থেকেই প্রতি বছর ওই দিন নিহতদের স্মরণে সভার আয়োজন করা হয়। এ বারও সেই মতো স্মরণসভা করা হচ্ছে। প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক আবু তাহের, নন্দ পাত্র জানান, সকালে গোকুলনগরে তেখালি সেতু থেকে করপল্লি পর্যন্ত মিছিল হবে। এরপর করপল্লিতে সভা হবে। বিকেলে হাজরাকাটায় সভা হবে।

স্বামী, শ্বশুর ধৃত
বধূ খুনের অভিযোগে পলাতক স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। গত সোমবার খেজুরির দেখালি গ্রামের নিখোঁজ বধূ দুর্গা পাত্রের দেহ উদ্ধার হয় ধানখেতে। চার সন্তানের জননী দুর্গাকে পারিবারিক অশান্তির জেরে শ্বশুরবাড়ির লোকেরা খুন করেছে বলে অভিযোগ ওঠে। খুন ও প্রমাণ লোপাটের অভিযোগে পুলিশ শাশুড়ী রানুবালাকে মঙ্গলবার গ্রেফতার করে। শ্বশুর প্রদীপ পাত্রকে ওড়িশার ভূবনেশ্বর ও স্বামী প্রশান্তকে দক্ষিণ ২৪ পরগনার সাগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সচেতনতা দিবস
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আইনি সচেতনতা দিবস পালিত হল মেদিনীপুরে। শুক্রবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মেদিনীপুর আদালতে। ছিলেন মেদিনীপুরের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ইন্দ্রনীল ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য প্রমুখ।

জয়ী রানিসরাই
লক্ষ্মীপ্রিয়া গিরি ও বিশ্বনাথ সাউ স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় মুখোমুখি হল নারায়ণগড় ফুটবল অ্যাকাডেমি ও রানিসরাই এফকেকেজে ক্লাব। শুক্রবারের এই খেলায় ১-০ গোলে জয়ী হয় রানিসরাই ক্লাব। গোল করেছেন রাম বাস্কে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.