|
কাচের মণ্ডপে দেবী
কোথাও প্রজাপতির জীবনচক্র, কোথাও যামিনী রায়ের
পটচিত্র।
গড়িয়া, সোনারপুর, বারুইপুরের মণ্ডপে
মণ্ডপে ঘুরে দেখলেন শুভাশিস ঘটক |
|
সুভাষগ্রাম শান্তিসঙ্ঘ (রেলমাঠ): মন্দিরের আদলে বাঁশ, চট ও কাঠের বাটাম দিয়ে তৈরি হবে ৬০ ফুট চওড়া মণ্ডপ। মণ্ডপের ভিতরে-বাইরে থাকবে গামছা দিয়ে নানা কারুকাজ। ২১ ফুটের কালীমূতির্র্।
সোনারপুর মোড় কালীপুজো কমিটি: বাঁশ ও কাঠের বাটামের কাঠামোর উপরে প্রায় দু’হাজার নানা আকারের ঝুড়ি দিয়ে মণ্ডপ সাজানো হবে। রাজস্থানী মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ।
সোনারপুর সাংসদ ও পাঠাগার: মন্দিরের আদলে মণ্ডপ। পুজোর পরের দিন বিভিন্ন রাজ্যের আতসবাজির প্রদর্শনী।
গড়িয়া পুর্ব-তেঁতুলবেড়িয়া সম্মেলনী: কাপড়ের উপরে রঙিন নকশার মাধ্যমে আলো-শব্দের খেলায় ফুটিয়ে তোলা হবে স্বর্গীয় পরিবেশ। কাঠের নৌকায় দেবীর আগমন। মন্দিরের আদলে মণ্ডপ। |
|
বারুইপুর প্রগতি সঙ্ঘ: পুকুরের মাঝখানে
অক্ষরধাম মন্দিরের আদলে কাচের মণ্ডপ। মণ্ডপের
চার দিকে আয়না। রাতে আয়না ও পুকুরের জলে আলোর খেলা।
বারুইপুর অজয় সঙ্ঘ: এ বারের থিম ‘প্রজাপতির জীবনচক্র’। মণ্ডপের পাশে ২৫ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া উড়ন্ত এক প্রজাপতির মডেল থাকবে। মণ্ডপের ভিতরে ও বাইরে থাকবে শুয়োপোকা থেকে পূর্ণাঙ্গ প্রজাপতির জীবনচক্রের বিভিন্ন মডেল।
গড়িয়া তেতুঁলবেড়িয়া উদ্যোগী সঙ্ঘ: চট, প্যারিস, বাঁশ ও কাঠের বাটাম দিয়ে কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ।
শ্রীনগর সবর্জনীন কালীপুজো: যামিনী রায়ের আঁকা ছবির অনুকরণ চিত্র দিয়ে হবে মণ্ডপসজ্জা। মাটির সরা ও ঘটের উপরেও যামিনী রায়ের আঁকার আদলে পটচিত্র আঁকা হবে। দক্ষিণ ভারতে মন্দিরের আদলে মণ্ডপ। |
|
কামালগাজি আমরা সবাই: পাড়ার স্থায়ী মন্দিরে আচার মেনে দেবীর আরাধনা।
পূর্বালোক কালীপুজো: বাঁশ ও কাঠ দিয়ে মন্দিরের আদলে মণ্ডপ। কালীপুজোর সঙ্গে লোকনাথদেবেরও পুজোর আয়োজন থাকবে।
মুকুন্দপুর অগ্রগামী সঙ্ঘ: পুরনো কাল্পনিক চণ্ডীমন্দিরের আদলে মণ্ডপ। রোজ সন্ধ্যায়
হবে বাউলগান। |
ছবি: সুব্রত রায়
|
|