সহমর্মিতার আলোয়

বিএফ-সিএফ ব্লক (মৈত্রী সঙ্ঘ):
রজতজয়ন্তী বর্ষে দক্ষিণ ভারতের মাদুরাই মন্দিরের আদলে মণ্ডপ। ২০ ফুটের সাবেক রীতির শ্যামাকালী। আলোকসজ্জার পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চ নির্মাণেও বিশেষ চমক থাকছে বলে জানান কমিটির কর্মকর্তা বিধায়ক সব্যসাচী দত্ত। এ বারেও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুম্বইয়ের শিল্পীরা যোগ দেবেন। এ ছাড়াও শতাধিক দুঃস্থ শিশু-কিশোরকে বস্ত্র, স্কুলের পোশাক ও বই দেওয়া হবে।

বিডি ব্লক: ৪০তম বর্ষে পা দিল এই পুজো। ভেনিসের একটি অপেরা হাউসের আদলে মণ্ডপ। কৃষ্ণনগরের শিল্পীর তৈরি ১৮ ফুটের চিরাচরিত প্রতিমা।

বিজে ব্লক: রজতজয়ন্তী বর্ষেও সাবেক পুজো ও সংস্কৃতি বহন করাই লক্ষ্য উদ্যোক্তাদের। মন্দিরের আদলে মণ্ডপ। সাবেক রীতির ১৭ ফুটের শ্যামারূপে প্রতিমা। আতসবাজির প্রদর্শনী ও যাত্রাপালার আসর মুখ্য আকর্ষণ।
বিকে ব্লক: দশম বর্ষে গ্রিক স্থাপত্য তুলে ধরা হবে মণ্ডপ ও প্রতিমা সজ্জায়। গ্রিক মন্দিরের আদলে মণ্ডপ। প্রতিমাও মানানসই।

এফই ব্লক: ঘরোয়া পরিবেশে ২৬তম বর্ষের পুজো। শ্যামারূপে প্রতিমা। মণ্ডপে পংক্তিভোজন অন্যতম আকর্ষণ।

দত্তাবাদ নবাঙ্কুর সঙ্ঘ: ৪৮তম বর্ষে সাবেক রীতিতেই পুজোর আয়োজন। তবে এ বার সাজসজ্জায় নতুনত্ব থাকছে বলে জানালেন উদ্যোক্তারা। ঝুড়ি, কুলো-সহ বিভিন্ন লোকজ সামগ্রী দিয়ে গড়ে উঠছে মণ্ডপ। প্রতিমা শ্যামাকালী। উদ্যোক্তারা জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি খাওয়াদাওয়ার আয়োজনও থাকবে।

সুকান্তনগর সেন্টার ফর কালচার অ্যান্ড স্পোর্টস: বিভিন্ন ফলের ফেলে দেওয়া অংশ দিয়েই সেজে উঠবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ। ডাকের সাজে ১৭ ফুটের সাবেক প্রতিমা। সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।
শান্তিনগর স্পোর্টিং ক্লাব: ২৬তম বর্ষে গ্রামীণ পরিবেশ তুলে ধরা হবে মণ্ডপসজ্জায়। মন্দিরের আদলে মণ্ডপ। প্রতিমা শ্যামাকালী।

নবজ্যোতি স্পোর্টিং ক্লাব: ৩১তম বর্ষে থিম ‘ছোটা ভীম’-এর ঢোলকপুর। প্রতিমা সাবেক।

সুকান্তনগর স্পোর্টিং ক্লাব: ৩২তম বর্ষে ঝিনুক-সহ বিভিন্ন লোকজ সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে মন্দিরের আদলে মণ্ডপ। প্রতিমা শ্যামাকালী।

নয়াপট্টি আদিত্য স্মৃতি সঙ্ঘ: বিংশতি বর্ষে থিম ভাবনায় বিবেকানন্দ। অব্যবহৃত উপাদান, যেমন, ডাবের মুখ, পাটকাঠি, কাঠের চোকলা ছাড়াও শামুকের খোল, ঘাস, হোগলা পাতা দিয়ে সেজে উঠছে মণ্ডপ। প্রতিমার দশহাত। থাকছে স্বামী বিবেকানন্দের জীবন নিয়ে প্রদর্শনী। পাশাপাশি মণ্ডপ, প্রতিমা এবং চন্দননগরের আলোকসজ্জাতেও থিম ভাবনার প্রতিফলন থাকবে বলে দাবি উদ্যোক্তাদের।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.