ছো নাচের আসরে

দমদম তরুণ সঙ্ঘ:
পুরনো রাজবাড়ির আদলে তৈরি হবে দমদমের এস সি গার্ডেন রোডের এই পুজোমণ্ডপ। সঙ্গে চন্দননগরের বিশেষ আলোকসজ্জা।

বন্ধুবান্ধব ক্লাব: দমদম স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের কাছে এই পুজোর মণ্ডপে থাকছে বাঁশের নানা কারুকার্য। প্রধান আকর্ষণ সুতো দিয়ে তৈরি প্রতিমা।

উত্তরায়ণ ক্লাব: দমদম কুণ্ডুবাগানের এই কালীপুজোর প্রধান আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা। প্রবেশপথও তৈরি হবে আলো দিয়ে।

দমদম মল্লিক কলোনির পুজো: পুজোর থিমে তুলে ধরা হবে নারীশক্তির বিভিন্ন রূপ।

মিত্র সঙ্ঘ: দমদম রোডের উপরে শীলবাগানের এই পুজোয় প্রতিমার উচ্চতা ১৪ ফুট। মণ্ডপসজ্জায় থাকবে বাঁশের কারুকাজ। মণ্ডপ লাগোয়া পুকুরটিও সাজানো হবে আলো ও ফোয়ারা দিয়ে। পুজো ঘিরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
আমরা মিলেছি ক্লাব: এই পুজোর থিমও নারীশক্তি। বিশাল মণ্ডপ ও চন্দননগরের আলোকসজ্জা এই পুজোর অন্যতম আকর্ষণ।

খামখেয়ালি সঙ্ঘ: এই পুজোর আলোকসজ্জায় থাকবে অভিনবত্ব। কালীর নানা রূপ তুলে ধরা হবে।

বাউল বেকারি আমরা সবাই: তিরুপতি মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ।

অ্যাভিনিউ স্পোর্টিং ক্লাব: এই পুজোয় তুলে ধরা হবে নিউজিল্যান্ডের এক সাংস্কৃতিক উৎসব। এ ছাড়াও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

মধুগড় অধিবাসীবৃন্দ: চন্দননগরের আলোকসজ্জা এই পুজোর প্রধান আকর্ষণ।

তানোয়ার কলোনি অধিবাসীবৃন্দ: গুহার মধ্যে দিয়ে গিয়ে প্রতিমা দর্শন করতে হবে।

হরকালী কলোনি অধিবাসীবৃন্দ: মণ্ডপের কাছে একটি পুকুরের চার দিকে আলোর মালা দিয়ে সাজানো হবে।

প্রদীপ শিখা ক্লাব: এই পুজোর বিশেষ আকর্ষণ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

লক্ষ্মীনারায়ণ রোড সর্বজনীন শ্যামাপুজো: দমদম ক্যান্টনমেন্টের এই পুজোমণ্ডপ তৈরি হবে পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামের ঠাকুরের থানের আদলে। মণ্ডপ সাজানো হবে ছো-এর মুখোশ দিয়ে। দেখা যাবে পুরুলিয়ার আসল ছো নাচ।
দেশবন্ধুনগর প্রতিবেশী সঙ্ঘ: এই মণ্ডপ তৈরি হবে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের আদলে। মণ্ডপসজ্জায় থাকছে একচালা নাটমন্দির, ধানের গোলা এবং ফুটন্ত পদ্মফুল। বসবে বাউলগানের আসর। পঞ্চকালীর পুজো হবে এখানে।

জনকল্যাণ সমিতির পুজো: দশমহাবিদ্যার পুজো।

বাগুইআটি পুরাতন বাজার কালীপুজো: এই কালীপুজো এলাকার প্রাচীন পুজো। পুজো উপলক্ষে যাত্রাপালার আসরও বসে।

নেতাজি কিশোর সঙ্ঘ: প্রধান আকর্ষণ অন্নকূট উৎসব। ৭০ রকমের ভোগ রান্না হয়।

মাস্টারদা স্মৃতি সঙ্ঘ: দশমহাবিদ্যার পুজো হয়। ছিন্নমস্তা কালীর পুজোর জন্য তারাপীঠের পুরোহিতদের আনা হয়। পুজো হয় তান্ত্রিক মতে।

ছবি: শৌভিক দে।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.