|
ছো নাচের আসরে
ঢাকেশ্বরী থেকে ছিন্নমস্তা। নানা রূপে পূজিত দেবী।
দমদম এলাকায় খোঁজ নিলেন আর্যভট্ট খান |
|
দমদম তরুণ সঙ্ঘ: পুরনো রাজবাড়ির আদলে তৈরি হবে দমদমের এস সি গার্ডেন রোডের এই পুজোমণ্ডপ। সঙ্গে চন্দননগরের বিশেষ আলোকসজ্জা।
বন্ধুবান্ধব ক্লাব: দমদম স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের কাছে এই পুজোর মণ্ডপে থাকছে বাঁশের নানা কারুকার্য। প্রধান আকর্ষণ সুতো দিয়ে তৈরি প্রতিমা।
উত্তরায়ণ ক্লাব: দমদম কুণ্ডুবাগানের এই কালীপুজোর প্রধান আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা। প্রবেশপথও তৈরি হবে
আলো দিয়ে।
দমদম মল্লিক কলোনির পুজো: পুজোর থিমে তুলে ধরা হবে নারীশক্তির বিভিন্ন রূপ।
মিত্র সঙ্ঘ: দমদম রোডের উপরে শীলবাগানের এই পুজোয় প্রতিমার উচ্চতা ১৪ ফুট। মণ্ডপসজ্জায় থাকবে বাঁশের কারুকাজ। মণ্ডপ লাগোয়া পুকুরটিও সাজানো হবে
আলো ও ফোয়ারা দিয়ে। পুজো ঘিরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। |
|
আমরা মিলেছি ক্লাব: এই পুজোর থিমও নারীশক্তি। বিশাল মণ্ডপ ও চন্দননগরের আলোকসজ্জা এই পুজোর অন্যতম আকর্ষণ।
খামখেয়ালি সঙ্ঘ: এই পুজোর আলোকসজ্জায় থাকবে অভিনবত্ব। কালীর নানা রূপ তুলে
ধরা হবে।
বাউল বেকারি আমরা সবাই: তিরুপতি মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ।
অ্যাভিনিউ স্পোর্টিং ক্লাব: এই পুজোয় তুলে ধরা হবে নিউজিল্যান্ডের এক সাংস্কৃতিক উৎসব। এ ছাড়াও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
মধুগড় অধিবাসীবৃন্দ: চন্দননগরের আলোকসজ্জা এই পুজোর প্রধান আকর্ষণ।
তানোয়ার কলোনি অধিবাসীবৃন্দ: গুহার মধ্যে দিয়ে গিয়ে প্রতিমা দর্শন করতে হবে।
হরকালী কলোনি অধিবাসীবৃন্দ: মণ্ডপের কাছে একটি পুকুরের চার দিকে আলোর মালা দিয়ে সাজানো হবে।
প্রদীপ শিখা ক্লাব: এই পুজোর বিশেষ আকর্ষণ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
লক্ষ্মীনারায়ণ রোড সর্বজনীন শ্যামাপুজো: দমদম ক্যান্টনমেন্টের এই পুজোমণ্ডপ তৈরি হবে পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামের ঠাকুরের থানের আদলে। মণ্ডপ সাজানো হবে ছো-এর মুখোশ দিয়ে। দেখা যাবে পুরুলিয়ার আসল ছো নাচ। |
|
দেশবন্ধুনগর প্রতিবেশী সঙ্ঘ: এই মণ্ডপ তৈরি হবে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের আদলে। মণ্ডপসজ্জায় থাকছে একচালা নাটমন্দির, ধানের গোলা এবং ফুটন্ত পদ্মফুল। বসবে বাউলগানের আসর। পঞ্চকালীর পুজো হবে এখানে।
জনকল্যাণ সমিতির পুজো: দশমহাবিদ্যার পুজো।
বাগুইআটি পুরাতন বাজার কালীপুজো: এই কালীপুজো এলাকার প্রাচীন পুজো। পুজো উপলক্ষে যাত্রাপালার আসরও বসে।
নেতাজি কিশোর সঙ্ঘ: প্রধান আকর্ষণ অন্নকূট উৎসব। ৭০ রকমের ভোগ রান্না হয়।
মাস্টারদা স্মৃতি সঙ্ঘ: দশমহাবিদ্যার পুজো হয়। ছিন্নমস্তা কালীর পুজোর জন্য তারাপীঠের পুরোহিতদের আনা হয়। পুজো হয় তান্ত্রিক মতে।
|
ছবি: শৌভিক দে। |
|