|
|
|
|
বিচারককে হেনস্থা, ধৃত দমকলকর্মী |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একদল যুবকের হাতে হেনস্থা হলেন খোদ বিচারক। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরে। অভিযুক্তদের একজনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। তিনি আবার দমকল দফতরের কর্মী। শুক্রবার দুপুরে তাঁকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে জামিন পেয়ে যান। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে গাড়িতে খড়্গপুর হয়ে মেদিনীপুরে আসছিলেন মেদিনীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সেকেন্ড কোর্ট) ইন্দ্রনীল চক্রবর্তী। গাড়িতে তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন। শহরে ঢোকার আগে একটি মোটর বাইকের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়। মোটর বাইক আরোহী দুই যুবকের সঙ্গে শুরুতে সামান্য বচসা হলেও তা মিটে যায়। পরে বিচারকের গাড়ি শহরে ঢোকে। গাড়ি যখন নতুনবাজারের কাছে চলে এসেছে, তখন তিনটি বাইকে ৬ জন যুবক সেখানে আসে। ফের বচসা শুরু হয়। যুবকেরা বিচারককে হেনস্থা করে বলে অভিযোগ। বিচারকের জামা টেনে ধরে এক জন। স্থানীয় মানুষজনও চলে আসেন। শেষমেশ তাঁদের হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়। অবস্থা বেগতিক দেখে ওই যুবকেরা চম্পট দেয়। পরে কোতোয়ালি থানায়লিখিত অভিযোগ দায়ের করেন বিচারক। তিনটি মোটর বাইকের মধ্যে একটির নম্বর জানান। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় অর্ধেন্দু সিংহ মহাপাত্রকে। পুলিশ সূত্রে খবর, বছর চল্লিশের এই যুবক দমকল দফতরের মেদিনীপুর বিভাগে কাজ করেন। বাড়ি খড়্গপুর ১ ব্লকের মাতকাতপুরে। এমন ঘটনা এড়াতে শহর ও তার আশপাশে নজরদারি আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। |
|
|
|
|
|