|
|
|
|
স্টার থিয়েটার থেকে ভূস্বর্গ, থিমের বাহার খলিসানিতে |
রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায় • উলুবেড়িয়া |
এসে গেল কালীপুজো। রাতের আকাশ রাঙিয়ে দেবে আতসবাজির রঙিন আলো। অলিতে-গলিতে, মোড়ে-মোড়ে চলছে তারই প্রস্তুতি। কোথাও থিম আবার কোথাও সাবেকি পুজোয় সাজছে সারা বাংলা। পিছিয়ে নেই হাওড়ার উলুবেড়িয়ার প্রাচীন জনপদ খলিসানিও।
খালিসানিতে কমবেশি ১০০টি কালীপুজো হয়। তার মধ্যে থিমের পুজো হয় অন্তত ৩০টি। সব জায়গার মণ্ডপেই এখন চলছে শেষ মুহূর্তের কাজ। এখানকার সব কালীপুজো শুরু হয় স্থানীয় কালীমন্দিরে পুজো দিয়ে। এটাই এখানকার রীতি বলে জানালেন বেশ কয়েকটি পুজো কমিটির উদ্যোক্তারা। আর জি পার্টি সর্বজনীনের পুজো এ বার ৫৫ বছরে পড়ল। তাদের মণ্ডপ তৈরি হয়েছে কলকাতার স্টার থিয়েটারের আদলে।
পুজোর কর্মকর্তা সমর মান্না বলেন, “আমাদের কমিটির প্রায় ১২০০ মহিলা লালপাড় শাড়ি পরে, হাতে নৈবেদ্য নিয়ে শাঁখ বাজিয়ে কালীমন্দিরে পুজো দিতে যান। সেই সঙ্গে প্রায় ৫০ জন যুবক ও প্রৌঢ় তলোয়ার, বল্লম, লাঠি নিয়ে ব্যান্ডের তালে নাচেন। এই দৃশ্য দেখতে প্রতি বছরই রাস্তায় লোক জমে যায়।” |
|
—নিজস্ব চিত্র। |
সাথী ফুটবল ক্লাবের এ বারের থিম কাশ্মীর উপত্যকা। পাহাড়ের উপর ছোট ছোট কাঠের বাড়ি ও গাছগাছালির মনোরম দৃশ্য দর্শকদের নজর কাড়বে বলে ক্লাব সদস্যদের আশা। দশবাঘা নেতাজি পল্লি উন্নয়ন সমিতির কালীপুজো এ বার ৬১ বছরে পড়ল। বাঁশ, কাঠ, কাপড়, থার্মোকল দিয়ে তাদের মণ্ডপ তৈরি হয়েছে দিল্লির অক্ষরধামের আদলে। ক্লাব সদস্য বিভাস বিশ্বাস বলেন, “এ বারে এলাকার মানুষ ঘরের কাছে অক্ষরধাম মন্দির দেখতে পাবেন। থাকছে চন্দননগরের আলোকসজ্জা।” সত্যনারায়ণ সঙ্ঘের মণ্ডপ গড়ে উঠেছে বেলুড় মঠের সারদা মন্দিরের অনুকরণে। খলিসানি ছাত্র সঙ্ঘ মণ্ডপ বানিয়েছে উত্তরপ্রদেশের গিরিধারী মন্দির অনুকরণে।
খলিসানি কালীমন্দিরে এখন চলছে আলোকসজ্জার প্রস্তুতি। প্রাচীন এই পুজোকে ঘিরেই বারোয়ারি পুজোগুলি চালু হয়। ওই মন্দির কমিটির সম্পাদক ফটিক কর্মকার বলেন, “প্রায় ৪০০ বছর আগে একটি আটচালায় শুরু হয়ে ছিল এই কালীপুজো। তখন জায়গাটি জঙ্গলে ঘেরা ছিল। এখন ভক্ত সমাগমে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ।” সব মিলিয়ে কালীপুজোর দিনে জমজমাট গয়ে ওঠে খলিসানি। খলিসানির একটি মণ্ডপ। |
|
|
|
|
|