টুকরো খবর
পঞ্চায়েত ভোট নিয়ে সর্বদল বৈঠক হুগলিতে
—নিজস্ব চিত্র।
সুষ্ঠু ভাবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন পরিচালনার লক্ষে শুক্রবার হুগলিতে সর্বদল বৈঠক করল প্রশাসন। বর্ধমানের ডিভিশনাল কমিশনার পি রামালুর ডাকে চুঁচুড়া সার্কিট হাউসে ওই বৈঠক হয়। কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক মনমিত নন্দা, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) আবিদ হোসন এবং জেলার চার মহকুমাশাসক। তৃণমূল, সিপিএম, কংগ্রেস-সহ ৯টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দেন। প্রায় আধঘণ্টা আলোচনা হয়। বৈঠক শেষে কমিশনার পি রামালু সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই বৈঠক হল। নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ হয়, তার জন্য সচেষ্ট থাকতে সব রাজনৈতিক দলকে আবেদন জানানো হয়েছে। নির্বাচন বিধি যাতে লঙ্ঘিত না হয় এবং কোনও বিশৃঙ্খলা না ঘটে সে দিকেও রাজনৈতিক দলগুলিকে নজর রাখতে অনুরোধ করা হয়েছে।” বৈঠকে কংগ্রেসের জেলা সভাপতি দিলীপ নাথ অভিযোগ করেন, “নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে তৃণমূলের ইন্ধনে বিভিন্ন জায়গায় কিছু সরকারি আধিকারিক ঠিকঠাক কাজ করছেন না। ফলে, অনেকেরই নাম উঠছে না।” এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে জেলাশাসক বলেন, “নির্বাচন কমিশনের নিয়ম মেনেই ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। নতুন ভোটারদের নামও উঠছে। অভিযোগ ঠিক নয়। তবে, লিখিত ভাবে পেলে দেখব।”

গোঘাটে সস্ত্রীক প্রহৃত সিপিএম কর্মী
সিপিএম করার ‘অপরাধে’ ওই দলের এক সক্রিয় কর্মী ও তাঁর স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে গোঘাটের রঘুবাটি পঞ্চায়েত এলাকার সন্তা গ্রামের ঘটনা। ওই সিপিএম কর্মী ও তাঁর স্ত্রীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ কামারপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায়। ওই মহিলার শ্লীলতাহানিও করা হয় বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ অমিত মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করে। তিনি এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। এ ব্যাপারে ওই এলাকার তৃণমূলের যুবনেতা প্রদীপ রায়ের দাবি, “ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। দলের ওই কর্মীর ওই রকম আচরণের জন্য আমরাই পুলিশের হাতে তুলে দিয়েছি। দল তাঁর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয়, সে ব্যাপারে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে সুপারিশ করেছি।” সিপিএমের গোঘাট জোনাল কমিটির সম্পাদক অরুণ পাত্র বলেন, “পরিকল্পিত এবং গুরুতর অপরাধ করে তৃণমূল সেগুলিকে হালকা করে দেওয়ার চেষ্টা করছে।” শুক্রবার ধৃতকে আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। গত কয়েক দিনে গোঘাটে আরও কয়েক জন সিপিএম কর্মী-সমর্থককে মারধরের অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল অভিযোগ মানেনি।

গোঘাট ২ ব্লকে ফুটবল
গোঘাট ২ ব্লক ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলাটি হল সোমবার। কামারপুকুর মেলাতলা মাঠে আয়োজিত ওই খেলায় দশঘরা আদিবাসী সিধো-কানহু গাঁওতা ৩-০ গোলে রাঙামাটি পৌন পাড়া আদিবাসী গাঁওতাকে পরাজিত করে। তিনটি গোলই করেন বরুণ মালিক। তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। গোঘাট ২ ব্লক এলাকার মোট বত্রিশটি দলের এই প্রতিযোগিতা মাসখানেক ধরে চলছে। বিজয়ী দল মহকুমা স্তরে প্রতিযোগিতায় উত্তীর্ণ হল। খেলায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিডিও শিবপ্রিয় দাশগুপ্ত, মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক নয়ন তরফদার-সহ অনেকে।

সুনীল স্মরণে
গত রবিবার সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণসভা হল বাগনানের শ্রেয়াঞ্জলি ভবনে। ‘বসুধৈব উৎস প্রাণ’ পত্রিকার উদ্যোগে আয়োজিত ওই সভায় কবির প্রতিকৃতিতে মাল্যদান, সঙ্গীত, স্বরচিত কবিতা পাঠ, গল্প পাঠের আয়োজন করা হয়। ছিল সুনীলকে নিয়ে আলোচনাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি পার্থ ঘোষ, লোকসংস্কৃতি গবেষক তপন সেন ও চিত্র মিশ্র, নাট্য সমালোচক শ্যামল মিত্র প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পত্রিকা সম্পাদক সৌরেন্দুশেখর বিশ্বাস।

চুঁচুড়ায় অনুষ্ঠান
ছবি: তাপস ঘোষ।
হুগলি জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান হল চুঁচুড়ায় পুলিশ লাইনের মাঠে। অনুষ্ঠানে ছৌ নাচ, রণপা, আদিবাসীদের নকল যুদ্ধ প্রদর্শিত হয়। মহিলা পুলিশ-কর্মীরা নৃত্য পরিবেশন করেন। উপস্থিত ছিলেন ডিআইজি (আইপিএস সেল) সঞ্জীবকুমার বসু, এসপি তন্ময় রায়চৌধুরী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.