কালীপুজোয় বিশেষ কন্ট্রোল রুম, উদ্যোগী হুগলি পুলিশ
ড়ে আসা বাজি থেকে মণ্ডপে বা বাড়িতে আগুন লাগার ঘটনা কালীপুজোয় প্রায়শই ঘটে। অনেক সময় বাজির আগুন থেকে সাধারণ মানুষও বিপদে পড়েন। শব্দবাজি এবং আগুনের ঝুঁকি এড়াতে এ বার কালীপুজোয় বিশেষ ব্যবস্থা নিচ্ছে হুগলি জেলা পুলিশ। চুঁচুড়া পুলিশ লাইনে খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। পুলিশকর্মীদের তৈরি রাখার পাশাপাশি দমকলের কন্ট্রোল রুমেও পুলিশ অফিসার মোতায়েন রাখা হচ্ছে। যাতে কোনও অঘটন ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “কালীপুজোয় আগুনের একটা বাড়তি ঝুঁকি থাকে। সেই জন্য দমকল কর্মীদের সঙ্গে সমন্বয় রেখেই জেলা পুলিশ কাজ করবে।”
শব্দবাজি রুখতে জেলা জুড়ে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই চুঁচুড়া, আরামবাগ, চণ্ডীতলা এবং সিঙ্গুরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণ শব্দবাজি আটক করেছে। পিয়ারাপুরে কয়েক বছর আগে শব্দবাজি রুখতে গিয়ে মারা যান দীপক দাস নামে এক যুবক। সেই ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় হয়। অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। বস্তুত, ওই ঘটনার পর শব্দবাজির বিরুদ্ধে প্রচারের পালে অনেকটাই হাওয়া লাগে।
এরপর শব্দবাজির বিরুদ্ধে সাধারণ মানুষের সচেতনা কিছুটা বাড়ে। ফের ওই ধরনের ঘটনা যাতে না হয় সে ব্যাপারে পুলিশ প্রশাসন এখন অনেকটাই সতর্ক।
হুগলিতে দুর্গাপুজোর তুলনায় কালীপুজোর সংখ্যা কম। যদিও জেলার কোনও কোনও এলাকায় কালীপুজো ঘিরে জাঁকজমক চোখে পড়ার মতো। যেমন, পাণ্ডুয়া। এখানে রীতমতো ঘটা করে কালীপুজো হয়। তাই পুজো ঘিরে পুলিশি তৎপরতাও অনেক বেশি। পাণ্ডুয়ায় বাড়ির এবং বারোয়ারি মিলিয়ে এ বার পুজোর সংখ্যা অন্তত ১২৫টি। এইসব পুজো দেখতে জেলার দূরদূরান্ত থেকে শ’য়ে শ’য়ে মানুষ ভিড় করেন। এই বাড়তি দর্শনার্থীর চাপ সামলাতে পুলিশ রীতিমতো হিমসিম খায়। সেখানে বাড়তি পুলিশ কর্মী মোতায়েনের সঙ্গেই খোলা হয় পুলিশি সহায়তা কেন্দ্র। পুরো এলাকাকে ‘জোনে’ ভাগ করা হয়। মোট ২০ জন পুলিশ অফিসার থাকেন এই বাড়তি চাপ সামলাতে। পাণ্ডুয়ার সিমলাগড় কালীবাড়ির পুজো ঘিরেও ব্যাপক জনসমাগম হয়।
পাণ্ডুয়া ছাড়াও হুগলির শ্রীরামপুর এবং উত্তরপাড়ায় কালীপুজো ঘিরে মানুষের উৎসাহ থাকে চোখে পড়ার মতো। বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের পুজোকে ঘিরেও মানুষের ঢল নামে। তাই বিশেষ কন্ট্রোল রুমের পাশাপাশি পুলিশ সড়কপথেও মোবাইল ভ্যানে টহলদারি বাড়াচ্ছে। যাতে কোনও ঘটনা ঘটলে দ্রুত পৌঁছনো যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.