মনোরঞ্জন ২...
যখন ‘জান’ নেই

‘জব তক হ্যায় জান’-দেখার ৫ কারণ
‘রা.ওয়ান’ ছবিতে সুপারহিরোর ভূমিকায় অভিনয়ের পরে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান আবার নিজের রোম্যান্টিক অবতারে। যে যাই মনে করুন না কেন, রোম্যান্টিক হিরোর ভূমিকার তুলনায় শাহরুখের বয়সটা বেশিই হয়ে গিয়েছে। কিন্তু এস আর কে’র ডাই হার্ড ফ্যানেরা আর বাদশা নিজে সেই ধারণাকে ভুল প্রমাণ করতে চেষ্টার কোনও কসুর করবেন না।
ক্যাটরিনা কইফের সঙ্গে শাহরুখের কেমিস্ট্রি মিস করবেন না ছবিতে। যতই হোক একটা ইতিহাস তো আছে। অনেক বছর ধরে সলমনের গার্লফ্রেন্ড ক্যাটরিনা। তাই বাদশা খানের সঙ্গে ক্যাটরিনার রোম্যান্স শাহরুখ ও সলমন, দু’জনের ফ্যানেরাই তারিয়ে উপভোগ করবেন। এটা নিশ্চিত।
‘জব তক হ্যায় জান’ ছবিতে এ আর রহমান আর গুলজারের যুগলবন্দি হলেও ছবির গান এখনও পর্যন্ত একেবারেই মন কাড়েনি শ্রোতাদের। কিন্তু পর্দায় গানগুলোর দৃশ্যায়ন দেখার পর সে মত কিন্তু বদলাতেও পারে।
যশ চোপড়ার সিনেমা মানে ফাটাফাটি দেখতে নায়িকা। ‘সিলসিলা’র রেখা, ‘চাঁদনী’র শ্রীদেবী থেকে ‘দিল তো পাগল হ্যায়’-এর মাধুরী। কী করে ৮০ বছর বয়সী পরিচালক তাঁর থেকে প্রায় পঞ্চাশ বছরের ছোট নায়িকাদের অমন সুন্দর ভাবে দেখান সেটাই শেষ বারের মতো দেখা যাবে মঙ্গলবার থেকে।
যাঁরা ছবির কিছু অংশ দেখেছেন তাঁরা অনেকেই বলছেন এই ছবিতে অনুষ্কা শর্মা ‘সারপ্রাইজ প্যাকেজ’। এটা ছাড়াও অনুষ্কার হাতে এখন বলিউডের সব বড় পরিচালকদের ছবি। ‘ব্যান্ড বাজা বারাত’ থেকেই যাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের, এই ছবিতে যদি তিনি ক্যাটরিনার থেকে বেশি প্রশংসা পান, তা হলে এক নম্বরের লড়াইয়ে অনেককেই পেছনে ফেলে দেবেন অনুষ্কা।

কেন ‘জব তক হ্যায় জান’ এসআরকে-র পক্ষে এতটা গুরুত্বপূর্ণ?
সলমন খানই এখন বলিউডের একচ্ছত্র অধিপতি। যশরাজের ব্যানারে তাঁর শেষ ছবি ‘এক থা টাইগার’ একশো কোটির ব্যবসা করেছে কয়েক দিনে। ও দিকে ডিসেম্বরে ‘জব তক হ্যায় জান’-এর ঘাড়ে নিশ্বাস ফেলতে আসছে আমির খানের ‘তালাশ’। গত দীপাবলিতে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ মোটামুটি ব্যবসা করলেও সব সমালোচকের মন কাড়তে পারেনি। ‘বিল্লু’, ‘ওম শান্তি ওম’ ‘মাই নেম ইজ খান’ আর ‘ডন টু’ও ভাল সাড়া পায়নি। তাই ‘জব তক হ্যায় জান’ হয়তো শাহরুখের সেই খরা কাটাতে পারে।
যশের নায়িকা সংবাদ

‘সিলসিলা’র রেখা

‘চাঁদনী’র শ্রীদেবী

‘দিলওয়ালে...’র কাজল

‘দিল তো পাগল হ্যায়’-এর মাধুরী
১৮ জুলাই, ২০১২চলে গেলেন রাজেশ খন্না। ২১ অক্টোবর যশ চোপড়াও বিদায় নিলেন। মাঝখানে শুধু পঁচানব্বই দিনের ব্যবধান।
যে দু’জন যশরাজ ফিল্মস তৈরি করেছিলেন আজকে তাঁরা দু’জনেই কোথাও নিশ্চয়ই ‘খুশ তো বহত হোঙ্গে’।
কিন্তু এখানেই বোধ হয় এই সময়ের শো বিজের সব চেয়ে বড় ‘আয়রনি’টা। আর ঠিক তিন দিন পরে বছরের সব চেয়ে বড় ছবিটা মুক্তি পাবে।
কে বলল ‘জান’ নেই!
আছে তো ‘জব তক হ্যায় জান’!

দেড় মিনিটের একটা গানের দৃশ্য স্যুইৎজারল্যান্ডে শ্যুট করার কথা ছিল যশ চোপড়ার “যশজিকে ছাড়া স্যুইৎজারল্যান্ডে গিয়ে শ্যুটিং করতে কেউই প্রস্তুত নই। আসলে যশ চোপড়াকে ছাড়া স্যুইৎজারল্যান্ডে যাওয়াই যায় না।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.