|
|
|
|
ফেরার ৮ |
মাওবাদী হানা প্রিজন ভ্যানে, হত বন্দি-সহ ৪
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
প্রিজন ভ্যানের উপর হামলা চালাল মাওবাদীরা। ছিনিয়ে নিয়ে গেল বন্দি আট কট্টর মাওবাদীকে। মাওবাদীদের আক্রমণে মৃত্যু হয়েছে তিন পুলিশ কনস্টেবল ও ভ্যানের মধ্যে থাকা এক সাধারণ বন্দির। আজ বিকেলে গিরিডির মুফ্ফসল থানা এলাকার উদানাবাদের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জখম হয়েছেন আরও আট পুলিশ কর্মী ও দুই সাধারণ বন্দি। উল্লেখ্য, প্রিজন ভ্যানটিতে আট মাওবাদী-সহ মোট ৩২ জন বন্দি ছিল। পুলিশ জানিয়েছে, এই হামলার এই সুযোগ নিয়ে বাকি সুস্থ বন্দিরাও পালিয়ে গিয়েছে। রাত পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি। পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।
আজ বিকেলে গিরিডি আদালত থেকে ৩২ জন বন্দিকে নিয়ে প্রিজন ভ্যানটি জেলে ফিরছিল। উদানাবাদের কাছে ভ্যানটি আসতেই হামলা চালায় সশস্ত্র মাওবাদীরা। এই আচমকা আক্রমণে লন্ডভন্ড হয়ে যায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। সরকারি নিরাপত্তাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই মাওবাদীরা নির্বিচারে গুলি চালিয়ে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেয় তাদের ধৃত আট সহকর্মীকে। সন্ধ্যায় গিরিডির পুলিশ সুপার ওঙ্কার অমল বেনুকান্ত জানিয়েছেন, জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই তিন জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। মারা গিয়েছে এক সাধারণ বন্দিও। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশ কর্তাদের। হামলায় জখম আট জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রিজন ভ্যানের উপর মাওবাদী হামলার সুযোগে গা-ঢাকা দিয়েছে অন্য বন্দিরাও। ফেরার বন্দিদের তল্লাশি শুরু হলেও রাত পর্যন্ত পলাতক এক জনেরও খোঁজ মেলেনি।
আজ সন্ধ্যায় মাওবাদীরা হামলা চালায় রাজধানী রাঁচির লাগোয়া খুঁটি জেলার আরকি থানার বাজার এলাকায়। জেলার পুলিশ সুপার অমরনাথ মিশ্র জানান, পুলিশের চর সন্দেহে নায়ক মুন্ডা নামে বছর ত্রিশেকের এক যুবককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। |
|
|
|
|
|