|
|
|
|
কমিশনের সিদ্ধান্ত |
জিপিএসের আওতায় আসছে ত্রিপুরার সব বুথ
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
ত্রিপুরার প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস)-এর আওতায় নিয়ে আসা হচ্ছে। আগামী বছর, রাজ্য বিধানসভা ভোটের আগেই এই ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
জেলার প্রতিটি বুথ-কেন্দ্রিক ‘স্যাটেলাইট লোকেশনের’ কাজ চলছে। এর ফলে রাজ্য নির্বাচন দফতর বা দিল্লির অশোক রোডে নির্বাচন কমিশনের সদর দফতর থেকে ত্রিপুরার বুথগুলির ভৌগোলিক অবস্থান পর্দাতেই দেখা যাবে। এই ব্যবস্থা চালু হয়ে গেলে, ভোটের দিন ভোট কেন্দ্রে নজরদারি করার প্রয়োজন হলে সেই ব্যবস্থা চালু করাও অনেক সহজ হয়ে যাবে। সে ক্ষেত্রে স্রেফ ক্যামেরা বসিয়ে ওয়েব সিস্টেমের মাধ্যমেই নজরদারির কাজটা সেরে ফেলা যাবে। যদিও ওয়েব সিস্টেমের বিষয়ে কোনও নির্দেশ এখনও নির্বাচন কমিশন দেয়নি। কমিশনের এক সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরায় সামনে নির্বাচন বলেই এখনই সেখানে জিপিএস চালু করা হচ্ছে। কার্যত এই নীতি সারা দেশেই প্রযোজ্য। অদূর ভবিষ্যতে, দেশের সমস্ত বুথকেই জিপিএসের আওতায় নিয়ে আসা হবে। তবে রাজ্য নির্বাচন দফতরের ধারণা, পরবর্তী ক্ষেত্রে ওয়েব সিস্টেম চালু করে প্রয়োজনে সরাসরি বুথগুলিতে নজরদারি চালানোই কমিশনের মূল উদ্দেশ্য। এই ব্যবস্থায় দেশে আরও অবাধ ও সুষ্টু ভোট গ্রহণ সম্ভব হবে।
এ দিকে, খসড়া ভোটার তালিকা নিয়ে রাজ্যের বিরোধী দল কংগ্রেস আপত্তি তোলায়, নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যের ভোটার তালিকার সংশোধনীর সময়সীমা কিছুটা বাড়িয়েছে। রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, সেই সংশোধনী প্রক্রিয়ার কাজকর্ম দেখতে নির্বাচন কমিশন থেকে একটি পর্যবেক্ষক দল খুব শীঘ্রই ত্রিপুরায় আসছেন।
রাজ্যে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া নতুন করে শুরু হওয়ায় চূড়ান্ত ভোটার তালিকা ৫ জানুয়ারি প্রকাশিত হচ্ছে না। পরিবর্তে তা ১২ জানুয়ারি প্রকাশিত হবে। |
|
|
|
|
|