টুকরো খবর
কেতুগ্রামে বাস উল্টে জখম ১৫
বাস উল্টে জখম হলেন ১৫ জন যাত্রী। শুক্রবার বিকেলে কাটোয়া-সিউড়ি রোডের বারান্দা বাঁকে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে গুরুতর জখম অবস্থায় ৪ জনকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি কাটোয়া থেকে বীরভূমের পুরন্দরপুরে যাচ্ছিল। অজয় নদের উপর কাশীরাম দাস সেতু থেকে কিছুটা এগোনোর পরেই বাসটির সামনের দিকের চাকা খুলে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি গোত্তা খেয়ে নীচে পড়ে যায়। বাসযাত্রীদের বক্তব্য, সামান্য দুলে উঠেই উল্টে পড়ে যায় বাসটি। বাসমালিকদের অবশ্য দাবি, বেহাল রাস্তার জন্যই এই ঘটনা ঘটেছে। কেতুগ্রামের আইসি আবদুল গফ্ফর জানান, বাসটির যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় চাকা খুলে দুর্ঘটনায় পড়ে বাসটি। বাসটিকে আটক করা হয়েছে।

আঁস্তাকুড় বদল পুরসভার
শহরের ভিতর থেকে আবর্জনা ফেলার স্থান পরিবর্তন করল কালনা পুরসভা। পুরসভা সূত্রে খবর, এত দিন পুরসভার ২ নম্বর ওয়ার্ডে শহরের বর্জ্য ফেলা হত। সম্প্রতি শহরের বাইরে জিউধারা এলাকায় পুরসভার আস্তাকুঁড়েই শহরের আবর্জনা ফেলা হবে বলে সিদ্ধান্ত নেয় পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কালনা ২ ব্লকের আস্তাকুঁড় সংলগ্ন এলাকাতেই পুরসভার সাফাইকর্মীদের বসবাস থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন রোগে ভুগছিলেন তাঁরা। দুর্গন্ধও ছড়াচ্ছিল সেখান থেকে। দীর্ঘদিন ধরেই শহর থেকে ভ্যাট সরানোর দাবি ছিল তাঁদের ও বাসিন্দাদের তরফে। কিন্তু বাইরে জিউধারার আস্তাকুঁড়টি আবর্জনা ভর্তি থাকায় তা সরানো সম্ভব হচ্ছিল না। সম্প্রতি পরিষ্কার করা হয় সেটি। এখন থেকে সেখানেই শহরের বর্জ্য ফেলা হবে বলে জানানো হয়েছে।

ট্রেন থেকে পড়ে মৃত্যু
চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল সেনাবাহিনীর এক প্রাক্তন জওয়ানের। শুক্রবার সকাল ১১টা নাগাদ অম্বিকা-কালনা ও বাঘনাপাড়া স্টেশনেক মাঝমাঝি জায়গায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম মানিক চট্টোপাধ্যায় (৫৩)। বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথপুর এলাকায়। বাড়ি থেকে কলকাতায় বোনের বাড়ি যাচ্ছিলেন তিনি। ডাউন ইন্টারসিটি এক্সপ্রেসের বাঙ্ক থেকে নামতে গিয়ে পড়ে যান তিনি। কালনা মহকুমা হাসপাতালে তাঁকে জখম অবস্থায় ভর্তি করানো হয়। সেখানেই মৃত্যু হয় মানিকবাবুর।

ওভারলোডিং রুখতে গিয়ে প্রহৃত, ধৃত ৮
বালিবোঝাই ট্রাকের ওভারলোডিং রুখতে গিয়ে প্রহৃত হলেন মোটর ভেহিক্যালস দফতরের কর্মীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বর্ধমানের উপকণ্ঠে শক্তিগড় বাজারে। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, অভিযানে যাওয়া মোটর ভেহিক্যালস দফতরের কর্মীদের উপরে চড়াও হন ২০-২৫ জন স্থানীয় বাসিন্দা। দফতরের গাড়িটির কাঁচও ভেঙে দেওয়া হয়। দফতরের কর্মীরা শক্তিগড় ফঁড়িতে অভিযোগ দায়ের করেন। পুলিশ আট জনকে গ্রেফতার করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.