গ্রেফতার ১৩
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
শরিকি বিবাদে শ্যালক, জামাইবাবু-সহ ১৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। পুলিশ সুপার জয়ন্ত পাল জানান, বোনকে মারধর করায় জামাইবাবুকে শিক্ষা দিতে অপহরণের চেষ্টা করে শ্যালক। স্ত্রীকে নির্যাতনে অভিযুক্ত স্বামীর পাশাপাশি অপহরণের চেষ্টায় অভিযুক্ত শ্যালককে-সহ গোলমালের ঘটনায় জড়িতদের ধরা হয়েছে। ১২ বছর আগে সুলতান নগরের তাহেরুন বিবির সঙ্গে পেশায় রাজমিস্ত্রি দৌলতপুরের নায়েম মিঁয়ার বিয়ে হয়। তাঁদের ১০ বছরের মেয়েও রয়েছে। সম্প্রতি স্ত্রীকে নায়েম মারধর করতেন বলে অভিযোগ। সোমবার বিকালেও নায়েম স্ত্রীকে মারধর করেন বলে অভিযোগ। অসুস্থ তাহেরুনকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন সকালে শ্যালক সাবির খাঁ সদলবলে একটি গাড়িতে করে জামাইবাবুর বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। নায়েম মিঁয়াকে গাড়িতে তুলে পালানোর সময় চিৎকার শুনে গ্রামবাসীরা তাড়া করে গাড়িটি আটকে পুলিশে জানান। |
বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। মঙ্গলবার তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষের নেতৃত্বে কর্মী সমর্থকরা কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিলে পায়ে পা মেলান। অসীমবাবু জানান, রায়গঞ্জের কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতেই কংগ্রেস মদতপুষ্ট দুষ্কৃতীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটুক্তি করছেন। প্রতিবাদ করলেই মারধর করা হচ্ছে। গত রবিবার স্থানীয় বিবেকানন্দমোড় এলাকায় কংগ্রেস মদতপুষ্ট দুষ্কৃতীরা দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। কালিয়াগঞ্জ টাউন কংগ্রেস সভাপতি অরুণ দে সরকার বলেন, “তৃণমূলের অভিযোগ ঠিক নয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপাদেবীর বিরুদ্ধেই তৃণমূলের কর্মী সমর্থকরাই কুৎসা রটাচ্ছে। রবিবার রাতে কংগ্রেস কর্মীদেরকেই তৃণমূল কর্মীরা মারধর করে মিথ্যা মামলা করেছে।” |
মালদহে ধৃত জাল নোটের কারবারি
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
মুম্বই পুলিশ মালদহ থেকে জাল নোট চক্রের এক পান্ডাকে গ্রেফতার করেছে। সোমবার রাতে মালদহ পুলিশ ও মুম্বই পুলিশ যৌথ অভিযান চালিয়ে বৈষ্ণবনগর থানার বিহারিটোলা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কালু শেখ। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল জানান, কালু সেখ দীর্ঘদিন ধরে জালনোটের কারবারের সঙ্গে জড়িত। রাতে মালদহ পুলিশ ও মুম্বই পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কালুকে ধরা হয়। মুম্বই পুলিশ ধৃতকে আদালতের মাধ্যমে মুম্বই নিয়ে যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ দিন আগে মুম্বই পুলিশ বান্দ্রার কাছে ঝাড়খন্ডের চারজন যুবককে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। কালু শেখের কাছ থেকে তারা ওই নোটগুলি পেয়েছিল বলে জেরায় মুম্বই পুলিশকে জানায়। |
দম্পতির কফিনবন্দি দেহ ফিরল মালদহে
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
মঙ্গলবার সকালে কফিনবন্দি হয়ে বালুরঘাটে ফিরলেন সোম দম্পতি। গত শনিবার রাতে হায়দরাবাদে এক সড়ক দুর্ঘটনায় মারা যান বালুরঘাটের বাসিন্দা, ব্যবসায়ী প্রবীর সোম (৫০) এবং তাঁর স্ত্রী মালাদেবী (৪৩)। তাঁদের দুই মেয়ে গুরতর জখম হয়ে হায়দরাবাদে চিকিৎসাধীন। গত ষষ্ঠীর দিন বালুরঘাট থেকে সপরিবারে হায়দরাবাদে গিয়েছিলেন তাঁরা। সেকেন্দ্রাবাদের গাঁধীনগর থানার টাঙ্কব্যান্ড এলাকায় রাস্তা পাড় হতে গিয়ে বাসের ধাক্কায় তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। প্রদেশ কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্রের উদ্যোগে বিমানে প্রবীরবাবুদের মরদেহ কফিনবন্দি হয়ে কলকাতা পৌঁছায়। |
দোকানে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দোকানের ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার রসিদপুর এলাকার ঘটনা। মৃতের নাম সুধন সাহা (২৪)। স্থানীয় মনিহারি দোকান মালিকের ছেলে সুধন রাতে দোকানেই ঘুমোতেন। সকালে ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায় বিছানায় দেহটি পড়ে রয়েছে। গঙ্গারামপুরের এসডিপিও নারায়ণ মজুমদার জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে সম্ভবত ওই যুবকের মৃত্যু হয়েছে। |
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার ইসলামপুর থানার রামগঞ্জের তিস্তা ক্যানেলের ধারে ঘটনাটি ঘটেছে। বয়স আনুমানিক বয়স ৪০ বছর। তবে তার পরিচয় জানা যায়নি। |
ছবি: রাজা বন্দ্যোপাধ্যায়। |
অন্যত্র রাজবংশী সমাজে দশমীর পরের দিন দেবীর পুজে করা হলেও কোচবিহার জেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হলদিবাড়ির বালাডাঙা গ্রামে ভাণ্ডানি দেবী পূজিত হন লক্ষ্মীপুজোর পরের দিন। |