নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মোবাইল ফোনের সূত্র ধরে শহরে পাঁচটি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ি থানার পুলিশ কাওয়াখালি থেকে তাকে গ্রেফতার করেছে। ধৃতের নাম বিজয় সরকার, বাড়ি কাওয়াখালিতে। ধৃতের কাছ থেকে ২০ হাজার টাকা, ৩টি মোবাইল এবং ১টি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। যে বাইকটি ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হত সেটিও আটক করেছে পুলিশ। ওই ঘটনায় যুক্ত সন্দেহে আরও ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমার বলেন, “ধৃত যুবক পাঁচটি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তার কাছ থেকে নগদ টাকা সহ বেশ কিছু মোবাইল উদ্ধার করা হয়েছে। আরও কয়েকটি ঘটনার সঙ্গে সে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” পুলিশ সূত্রের খবর, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১১টা নাগাদ মিলনপল্লির ইলেকট্রিসিটি বোর্ড রাস্তা থেকে রমা চৌধুরী নামে এক মহিলার হাত থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বাইকে চেপে পালিয়ে যায় এক দুষ্কৃতী। তাতে ২৫ হাজার টাকা ও ৩ টি মোবাইল ছিল। গত ৬ অক্টোবর শিলিগুড়ি থানার বাবুপাড়া ও দেশবন্ধুপাড়ায় দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাবুপাড়ায় এক মহিলার হাত থেকে মোবাইল ফোন ও একটি ব্যাগ ছিনিয়ে যায় এক দুষ্কৃতী। ওই দিন দেশবন্ধুপাড়ায় এক মহিলার ব্যাগ ছিনিয়ে যায় দুষ্কৃতী। ব্যাগে নগদ টাকা ছাড়াও এটিএম কার্ড, ডেবিট কার্ড ছিল। গত ৭ অক্টোবর ভক্তিনগর থানার হায়দরপাড়ায় এক মহিলা (প্রাইভেট) শিক্ষকের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় এক দুষ্কৃতী। ১৮ সেপ্টেম্বর বাবুপাড়ায় এক মহিলার ব্যাগ ছিনতাই হয়। ব্যাগে মোবাইল ও নগদ টাকা ছিল। ওই পাঁচটি ছিনতাইয়ের সঙ্গে বিজয় যুক্ত বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ তদন্তে নেমে যে মোবাইল ফোনগুলি ছিনতাই হয় সেগুলি ট্র্যাক করতে শুরু করে। এর মধ্যে একটি ফোন কাওয়াখালিতে রয়েছে বলে জানতে পেরেই পুলিশ অভিযান চালায়। এর পরেই বিজয়কে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করার পর থেকে প্রচুর টাকার নেশায় মহিলাদের হাত থেকে ব্যাগ ছিনতাইয়ের ছক কষে বিজয়। এর পরেই একটি লাল রঙের বাইক নিয়ে ছিনতাইয়ের কাজ শুরু করে সে। পুলিশ কমিশনার বলেন, “ওই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না তা দেখা হচ্ছে।” |