ইঞ্জিনিয়ারিঙের ছাত্রীর দেহ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
নিজের ঘরেই অগ্নিদগ্ধ অবস্থায় শীর্ষা চক্রবর্তী (১৭) নামে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ শহরের মাস্টার পাড়ার ঘটনা। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষনা করা হয়। শীর্ষা বর্ধমানের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, ওই কিশোরী গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন।
|
মৃত চালক
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে দাঁড়িয়ে থাকা গাড়ির চালক অমিত কুমার রাই (৩১)-এর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের বাড়ি বিহারের বৈশালিতে। সোমবার রাতে রঘুনাথগঞ্জের মঙ্গলজন গ্রামের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।
|
লাইসেন্সহীন রিকশা
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
কান্দি পুরসভা এলাকায় লাইসেন্সহীন বহু রিকশা, ভ্যান চলছে। পুরসভা অনুমোদিত প্রায় ১৬শো রিকশা ও চারশো ভ্যান রয়েছে। কিন্তু বাস্তবে শহরে পুরসভার অনুমোদনহীন বহু ভ্যান, রিকশা চলাচল করে। পুরপ্রধান গৌতম রায় বলেন, “পুরসভার অনুমোদন না নিয়ে রিকশা চালানো অন্যায়। ওই চালকেরা পুরসভা নির্ধারিত ভাড়াও মানছেন না।”
|
প্রৌঢ়র দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
এক ফুল ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম স্বপন চৌধুরী (৫৫)। বাড়ি ধানতলার পুরাতন চাপড়া এলাকায়। মঙ্গলবার সকালে পুলিশ তাঁর নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের ভাই স্বপন চৌধুরী বলেন, “দাদা কেন আত্মহত্যা করল তা বুঝতে পারছি না।” |