সংস্কৃতি যেখানে যেমন...
শারদ অব্যাহত
দুর্গোৎসব উপলক্ষে মুর্শিদাবাদ জেলায় পত্রপত্রিকার শারদীয়সংখ্যার প্রকাশ অব্যাহত। মহালয়ায় প্রকাশিত হয়েছে দৌলতাবাদ এলাকার কবি নিখিলকুমার সরকারের কাব্যগ্রন্থ ‘অসর্ম্পূণ পর্যটন’। জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে স্বামী বিবেকান্দকে উৎসর্গ করা ‘সহজাত’ পত্রিকা এ বার তাদের শারদসংখ্যায় প্রবন্ধ, গল্প ও কবিতা নিয়ে হাজির। বহরমপুর থেকে প্রকাশিত ‘সহজাত’ পত্রিকাও প্রকাশ পেয়েছে। বহরমপুরের থেকে প্রকাশিত ‘অসৃক’ পত্রিকার দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যাটি শারদসংখ্যাও বটে। সেখানে রয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজ-সহ মোট ৮ জনের ৮টি গল্প। শারদোৎসব উপলক্ষে লালগোলা থেকে প্রকাশিত হয়েছে চতুর্থ বর্ষের ‘মনের জানালা’র শারদসংখ্যা। বহরমপুর থেকে প্রকাশিত হয়েছে ‘মন্দার’-এর অক্টোবর সংখ্যা।

সুনীল স্মরণ
সদ্য প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণ অনুষ্ঠান করল বহরমপুরের দু’টি সংস্থা, মুশির্দাবাদ জেলা কবিতা আকাদেমি ও সময় পত্রিকা। দু’টি অনুষ্ঠানেই প্রয়াত কবির লেখা কবিতা ও কবির উদ্দেশ্য লেখা স্বরচিত কবিতাপাঠ করা হয়। কবির সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ সম্পর্কিত স্মৃতিচারণার মাধ্যমেও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
বহরমপুরে সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণ সভা।
২০০০ সালের ভয়ঙ্কর বন্যার পরে ‘জন্মদিন’ ও ‘প্রথম আলো’ নামের দু’টি পত্রিকার গোষ্ঠীর উদ্যোগে বহরমপুর রবীন্দ্রসদনে ‘কবিতা পাবর্ণী’ অনুষ্ঠানে সুনীল এসেছিলেন। সেই সময়ে সঙ্গী কবি-সাহিতিকদের নিয়ে সস্ত্রীক সুনীল বহরমপুরের পথে নেমে পড়ে পরের দিন বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহও করেন।

প্রয়াত সম্পাদক
২৩ অগস্ট শেষ বারের মতো প্রকাশিত হয়েছিল তাঁর সম্পাদিত পত্রিকা ‘সাপ্তাহিক তর্জনী। পত্রিকা বন্ধ হওয়ার পর তিন মাসও কাটল না। মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮৩ বছরের জয়দেব পাণ্ডে। টানা ৪৪ বছর ধরে তিনি ছিলেন ‘তর্জনী’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। অবসরপ্রাপ্ত ইংরেজির শিক্ষক জয়দেববাবু কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

কৃষ্ণনগরে ছন্দনীরের নাটক। নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.