টুকরো খবর |
বধূর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। সোমবার ঘটনাটি ঘটেছে রামনগর থানার বীরকুল গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম আলপনা সাউ (৩৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলপনা দেবীর সঙ্গে তাঁর স্বামী নিমাই সাউয়ের দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। সোমবার আলপনাদেবী গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগান বলে পরিবারের লোকেদের দাবি। প্রতিবেশীরা অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। পুলিশ মৃতদেহ ময়না-তদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের অনুমান সাংসারিক অশান্তির কারণেই আত্মঘাতী হয়েছেন আলপনাদেবী।
|
চুরির চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
চুরির চেষ্টা হল একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে। এগরা-দিঘা রাস্তার পাশে জুমকি শাখার ওই ব্যাঙ্ক। ব্যাঙ্কের ম্যানেজার অরিজিৎ চন্দ জানান, ভল্ট খুলতে না পারায় টাকা চুরি যায়নি। তবে দুষ্কৃতীরা নথিপত্র তছনছ করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যাঙ্ক সূত্রে খবর, মঙ্গলবার ব্যাঙ্কে আসার পর কর্মীরাই দেখেন নথিপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। সামনেই পড়ে রয়েছে ব্যাঙ্কের ভল্টের চাবি। দেখা যায় ব্যাঙ্কের পিছনের দিকের একটি জানালাও ভাঙা। পুলিশের অনুমান ওই জানালা দিয়েই দুষ্কৃতীরা ঢোকার চেষ্টা করেছিল। তবে প্রহরীর দাবি তিনি কিছই বুঝতে পারেননি। ভল্টের কাছে লাগানো গোপন ক্যামেরায় দুষ্কৃতীদের ছবি উঠেছে। তা দেখেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
|
শিশু উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
জঙ্গলঘেরা পুকুর পাড়ে বস্তার ভিতরে সদ্যোজাত শিশুকন্যা পড়ে থাকতে দেখে মঙ্গলবার উত্তেজনা ছড়াল দাসপুর থানার গোপালপুরে। এ দিন সকালে স্থানীয় মানুষ ওই পুকুরের সামনে দিয়ে যাওয়ার সময় সদ্যোজাতের কান্না শুনতে পান। কাছে গিয়ে দেখা যায় বস্তার ভিতরে এক সদ্যোজাত, মুখটা শুধু বার করা। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে দাসপুর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে পাঠানো হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। শিশুটি এখন সুস্থ রয়েছে। চাইল্ড লাইনে খবর দিয়েছে পুলিশ।
|
ডেপুটেশন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বিদ্যুৎগ্রাহকদের কাছে ভুল বিল পাঠানোর প্রতিবাদে মঙ্গলবার বিদ্যুৎ দফতরের কাঁথি গ্রাহক পরিষেবার কেন্দ্রে বিক্ষোভ দেখাল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির কাঁথি শাখা। গ্রাহক পরিষেবার জন্য দশ দফা দাবির একটি স্মারকলিপি স্টেশন ম্যানেজার অভিজিৎ করের কাছে জমা দেওয়া হয়। এছাড়াও ভুল কয়েকশো বিদ্যুৎ বিল সংশোধনের জন্য সাপ্লাই অফিসে জমা দেওয়া হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন সুশান্ত জানা, কল্পনা দাস, শুভ্রজিৎ পট্টনায়ক প্রমুখ।
|
সাহিত্য উৎসব
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
আগামী ২ নভেম্বর থেকে কাঁথিতে বাংলা সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা শুরু হচ্ছে। দিঘলপত্র অ্যাকাডেমির আয়োজনে চারদিন ব্যাপী এই উৎসব ৫ নভেম্বর পর্যন্ত চলবে। আয়োজক সংস্থার সম্পাদক সুদর্শন খাটুয়া জানান, ১০০টির বেশি লিটল ম্যাগাজিনের সম্পাদকরা এই মেলায় যোগ দিয়েছেন। মোমের পুতুল, ঝিনুক, বাঁশ ও কাঠের হস্তশিল্পের স্টল ছাড়াও পটচিত্র, টেরাকোটা, ভাস্কর্য, চিত্র ও ফোটোগ্রাফি প্রদর্শনেরও ব্যবস্থা থাকছে। |
|