|
|
|
|
মহম্মদপুরে খুনের চেষ্টায় অভিযুক্ত সিপিএম কর্মী |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ উঠল সিপিএম কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার আমড়াখালি খেয়াঘাটে। পঞ্চায়েত প্রধান চাঁদহরি প্রধানের ছেলে তথা এলাকার সক্রিয় তৃণমূলকর্মী নান্টুকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তমলুক জেলা হাসপাতাল ও পরে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত তাপস বেরা ও তাঁর দুই সঙ্গী পলাতক। সিপিএমের পাল্টা অভিযোগ, তাপস বেরার ব্যক্তিগত সাঁকো, ভুটভুটি ও খেয়া পারাপারের অফিসঘরে আগুন লাগানোর জন্য নান্টু ও তার দলবলকে মারধর করা হয়েছে। তৃণমূলের আবার দাবি, চাপ বাড়াতে তাপস নিজেই ওই আগুন লাগিয়েছেন। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। চলছে পুলিশি টহল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমড়াখালিতে কেলেঘাই নদীর একটি সঙ্কীর্ণ অংশে বাঁশের সাঁকো ও খেয়া পারাপারে নৌকার ব্যবস্থা করার বিষয়টি দেখভালের জন্য পঞ্চায়েত থেকে দরপত্র দেওয়া হয়। সিপিএমের আমলে এই দরপত্র পেতেন তাপস বেরা। কিন্তু ২০০৩ সালে তৃণমূল এই পঞ্চায়েতে ক্ষমতায় আসার পরে দরপত্র পেতেন দলীয়-ঘনিষ্ঠরা। বকলমে অবশ্য এর পিছনে নান্টুই ছিলেন বলে সিপিএমের দাবি।
এ দিকে, ওই খেয়াঘাটের অদূরে একই রকম ভাবে খেয়া পারাপারের পৃথক ব্যবস্থা করেন তাপস। স্বভাবতই তাতে লোকসান হত নান্টুদের। এই নিয়ে দুই তরফে বিরোধ চলছিল গত কয়েক বছর। বেশ কয়েকবার ছোটখাটো মারপিটও হয়েছে। চাঁদহরি প্রধানের অভিযোগ, “এ দিন সকালে দুই সঙ্গীকে নিয়ে মনসা পুজোর চাঁদা তুলতে বেরিয়েছিল নান্টু। সেই সময়ই তাপস ও তাঁর সঙ্গীরা পুরনো আক্রোশে ছেলের মাথায় লোহার রড দিয়ে মারেন।” সংজ্ঞাহীন অবস্থায় নান্টুকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।
সিপিএমের ভগবানপুর জোনাল কমিটির সম্পাদক সত্যরঞ্জন দাসের অবশ্য অভিযোগ, “নান্টু এলাকায় তোলাবাজি করতে এসেছিলেন। স্থানীয়রা তাতে আপত্তি জানান। তাপসও বাধা দেন। সেই সময় নান্টুর লোকজন তাপসের খেয়াঘাটে আগুন লাগিয়ে দেন। এরপরেই তাপস নান্টুকে মারধর করেন।”
ভগবানপুরের তৃণমূল নেতা স্বপন রায় পাল্টা বলেন, “নান্টুর অবস্থা আশঙ্কাজনক। তাই তাপসের লোকেরা নিজেরাই আগুন লাগিয়ে পাল্টা অভিযোগ জানাচ্ছে।”
প্রসঙ্গত, দশ বছর ধরে এই পঞ্চায়েতে ক্ষমতায় তৃণমূল। এলাকায় একপ্রকার কোণঠাসা সিপিএম। কেলেঘাই সংস্কার প্রকল্পে তোলাবাজি, এমনকী ঠিকাদার ও সেচ দফতরের আধিকারিকদের হুমকি, মারধরের অভিযোগে সম্প্রতি-ই গ্রেফতার হয়ছিলেন নান্টু। |
|
|
|
|
|