চলতি ভারত সফরকে ইংল্যান্ড শিবির থেকে তাদের ‘চূড়ান্ত যুদ্ধ’ বলে বর্ণনা করা হচ্ছে। কিন্তু এক কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের মতে, মহেন্দ্র সিংহ ধোনির দল এই মুহূর্তে যে রকম নড়বড়ে রয়েছে, তাতে ইংল্যান্ডের কাছে ‘চূড়ান্ত লড়াই’ একটা ছোট হার্ডল হয়ে উঠতেও পারে। এখানেই শেষ নয়। সুনীল গাওস্কর আরও মনে করেন, তিন দশক পরে ভারতের মাটি থেকে ইংল্যান্ড হয়তো টেস্ট সিরিজ জিতে ফিরবে। ভারতের চিরশ্রেষ্ঠ ওপেনিং ব্যাটসম্যানের কথায়, বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট দলের বিরুদ্ধে ভারত চার টেস্টের সিরিজে নামছে ঠকঠকানি রয়েছে এ রকম একটা ব্যাটিং লাইন আপ আর দুর্বল পেস বোলিং আক্রমণ নিয়ে। গাওস্করের চোখে এই ভারতীয় দলে একমাত্র উৎসাহব্যঞ্জক ব্যাপার হচ্ছে স্পিন বোলিং বিভাগ। |
|
দুই আশঙ্কা |
• দ্রাবিড়-লক্ষ্মণের অবসরে আর সচিনের বর্তমান খারাপ ফর্মের জন্য মিডলঅর্ডার যেমন দুর্বল হয়ে পড়েছে, তেমনই ওপেনিং জুটিও অনেক দিন ফর্মে নেই।
• জোরে বোলিংয়ে জাহিরের সঙ্গীর অভাব রয়েছে। যে কারণে অশ্বিন-ওঝা স্পিনার জুটির উপর ইংল্যান্ডকে দু’বার আউট করার বাড়তি বোঝা চাপবে। |
|
“মজার ব্যাপার হল যে, এই সিরিজের পরিস্থিতিটাও ভারতের গত ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া সফরে মতোই ভয়ের,” বলেছেন গাওস্কর। ধোনির দল ওই দুই সফরে ০-৪ ফলে দু’বারই বিধ্বস্ত হয়েছিল। “ওই দুটো সিরিজে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দু’দলই দুর্বল ছিল, যার ফায়দা তোলার অপেক্ষায় ছিল ভারত। কিন্তু দু’টো সিরিজেই ভারত প্রথম টেস্ট হারার পর ওদের আর এক বারও দেখে মনে হয়নি যে, পাঁচ দিনের টেস্টের একটা দিনও জিততে পারে বলে। ২০১১-এ ইংল্যান্ড এবং বিশেষ করে অস্ট্রেলিয়া যে রকম নড়বড়ে ছিল, এ বার ভারতের ঠিক সেই অবস্থা।” গাওস্কর আরও বলছেন, দ্রাবিড়-লক্ষ্মণের অবসরে আর সচিনের বর্তমান খারাপ ফর্মের জন্য মিডলঅর্ডার যেমন দুর্বল হয়ে পড়েছে, তেমনই ওপেনিং জুটিও অনেক দিন ধরে ফর্মে নেই। জোরে বোলিংয়ে জাহিরের সঙ্গীর অভাব রয়েছে। যে কারণে অশ্বিন-ওঝা স্পিনার জুটির উপর ইংল্যান্ডকে দু’বার আউট করার বাড়তি বোঝা চাপবে। “গত বছরের গোড়ায় ভারতীয় ক্রিকেটারদের বিশ্বে যে রকম র্যাঙ্কিং ছিল এখন আর তা নেই। ইংল্যান্ডের কাছে যেটা বিরাট সুযোগ,” বলেছেন তিনি। |