টোলগে, অভিজিতের এখনই মাঠে ফেরা মুশকিল
ই লিগে সবে তিন রাউন্ড হয়েছে। এরই মধ্যে চোটের কবলে কলকাতার তিন দল। তিন শিবিরের অন্যতম তিন প্রধান ফুটবলার। ইস্টবেঙ্গলের অভিজিৎ মণ্ডল, মোহনবাগানের টোলগে ওজবের পর এ বার প্রয়াগ ইউনাইটেডের কেন ভিনসেন্ট। মঙ্গলবার অনুশীলনের সময় চোট পান র্যান্টির দলের এই বিদেশি স্ট্রাইকার। ব্যথা কমার পর ভিনসেন্টের এমআরআই হবে।
অন্য দিকে, মঙ্গলবার অভিজিৎ আর টোলগের এমআরআই হয়েছে। অভিজিতের রিপোর্ট দেখার পর মর্গ্যানের কপালে চিন্তার ভাঁজ চওড়া হওয়াই স্বাভাবিক। লাল-হলুদ গোলকিপারের পেশি না ছিঁড়লেও চোট গুরুতর। রক্তজমাট বেঁধে রয়েছে। ডাক্তারি পরিভাষায় যাকে বলে ‘ইডিমা’। ইস্টবেঙ্গল সহ সচিব ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত বললেন, “অভিজিতের চোট সারতেই কমপক্ষে দশ দিন লেগে যাবে। তার পর তো ওর ফিট হওয়ার বিষয়।” ফোনে অভিজিতও বললেন, “ডাক্তার বলছেন চোট সারতেই দশ দিন লাগবে। ফিজিওথেরাপিস্ট বলেছেন পনেরো দিনের ধাক্কা। যা পরিস্থিতি তাতে ম্যাচ খেলতে তিন সপ্তাহ লাগবেই।”
অভিজিতের মতোই হতাশ মোহনবাগানের তারকা স্ট্রাইকার টোলগে। মঙ্গলবার রাতে তাঁর এমআরআই রিপোর্ট ক্লাবের হাতে এসে গেলেও সেটা ডাক্তারকে না দেখিয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না কর্তারা। টোলগে এখনও খুঁড়িয়ে হাঁটছেন। কবে ম্যাচ খেলবেন সে প্রশ্নের উত্তরে দীর্ঘশ্বাস ফেলছেন অস্ট্রেলীয় স্ট্রাইকার। বললেন, “আমি এখনও ঠিক করে হাঁটতেই পারছি না। জানি না কবে খেলতে পারব। তবে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি।”
আহত তিন: টোলগে, অভিজিৎ ও ভিনসেন্ট
চোটের তালিকায় নতুন সংযোজন প্রয়াগের ভিনসেন্ট মঙ্গলবার অনুশীলন ম্যাচ চলাকালীন রবিন্দরের সঙ্গে সংঘর্ষে ডান পায়ের গোড়ালিতে চোট পান। ব্যথার জন্য দু’দিনের আগে এমআরআই করা সম্ভব নয়। ক্লাব সূত্রের খবর, ৪ নভেম্বর শিলংয়ে লাজং এফসি’র বিরুদ্ধে ভিনসেন্টকে কোনও ভাবেই পাওয়া যাবে না। প্রয়াগ কোচ সঞ্জয় সেন বললেন, “এমআরআই হওয়ার আগে ভিনসেন্টের চোটের ঠিক কী পরিস্থতি বুঝতে পারছি না। অ্যাওয়ে ম্যাচে ওকে না পেলে তো সমস্যা হবেই।”
চোট-আঘাত সমস্যার মধ্যেও কলকাতার তিন প্রধানকে একই সঙ্গে আই লিগ আর কলকাতা লিগ খেলতে হচ্ছে। যেমন বুধবারই কলকাতা লিগের ভেস্তে যাওয়া বিএনআর ম্যাচটি খেলতে হবে ইস্টবেঙ্গলকে। শনিবারের ডেম্পো ম্যাচের কথা মাথায় রেখে বিএনআরের বিরুদ্ধে প্রথম এগারোর কোনও ফুটবলারকেই দলে রাখছেন না মর্গ্যান। স্বভাবতই বিদেশি ছাড়াই কলকাতা লিগের ম্যাচে দল নামাবেন তিনি। বিএনআর ম্যাচে রবিনকে দেখে নিতে চান সাহেব কোচ। মঙ্গলবার অনুশীলনের পর মর্গ্যান বললেন, “আই লিগ পুরোদমে চলছে। যে কারণে আমি কোনও ঝুঁকি নিতে চাই না। প্রথম এগারোর কোনও ফুটবলারকেই আমি কলকাতা লিগে দলে রাখছি না।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.