গোয়ালতোড় জঙ্গলে উদ্ধার বিস্ফোরক এবং মাইন
ফের মাইন মিলল জঙ্গলমহলে। মঙ্গলবার গোয়ালতোড়ের ভালুকবাসা জঙ্গল সংলগ্ন কদমবাঁদি জঙ্গল থেকে ১০টি চ্যালেঞ্জার-মাইন ও ৮৪০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে সিআরপি। সিআরপি-র ৬৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট আর কে বেহেরা বলেন, “মাইনগুলি পুরনো। তবে বেশি পুরনো নয়। আমরা তদন্ত করছি।”
কয়েক দিন আগেই পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরে ঝাউড়ি জঙ্গলে অভিযান চালিয়ে ১৮টি চ্যালেঞ্জার-মাইন উদ্ধার হয়। মঙ্গলবার গোয়ালতোড়ের কদমবাঁদি জঙ্গলে মিলল একই ধরনের মাইন। পুলিশ এবং সিআরপি সূত্রের খবর, এই চ্যালেঞ্জার-মাইন আসলে এক ধরনের ডিরেকশনাল মাইন। এর দ্বারা নির্দিষ্ট লক্ষ্যে বিস্ফোরণ ঘটানো সম্ভব। জঙ্গলমহলে মাওবাদীদের সক্রিয়তা পর্বে এই ধরনের মাইন ব্যবহার করা হত। এ ক্ষেত্রে টিফিন বক্স জাতীয় কৌটোর বদলে পাইপ বা চোঙার মতো পাত্র ব্যবহার করত মাওবাদীরা।
উদ্ধার হওয়া মাইন। - নিজস্ব চিত্র
জঙ্গলমহলে মাওবাদী সক্রিয়তার সময়ই ‘সিরিয়াল’ বিস্ফোরণ ঘটানোর জন্য ৪ ফুট লম্বা এই মাইনগুলি মজুত করা হয়েছিল বলে পুলিশের অনুমান। ২০১০ সালের ২৬ জুলাই জনগণের কমিটির নেতা সিদো সরেনের মৃত্যুর পর থেকে গোয়ালতোড় ও সংলগ্ন এলাকায় মাওবাদী কার্যকলাপ থিতিয়েছে। এখন এখানে মাওবাদীরা নেই বলেই পুলিশের দাবি। এ দিন সকালে সিআরপি জওয়ানেরা কদমবাঁদি জঙ্গলে তল্লাশি শুরু করেন। তখনই মাটি খুঁড়ে উদ্ধার করা হয় চ্যালেঞ্জার-মাইন ও বিস্ফোরক। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “এ বার আশপাশের জঙ্গলেও অভিযান চালানো হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.