গোয়ালতোড় জঙ্গলে উদ্ধার বিস্ফোরক এবং মাইন |
নিজস্ব সংবাদদাতা • গোয়ালতোড় |
ফের মাইন মিলল জঙ্গলমহলে। মঙ্গলবার গোয়ালতোড়ের ভালুকবাসা জঙ্গল সংলগ্ন কদমবাঁদি জঙ্গল থেকে ১০টি চ্যালেঞ্জার-মাইন ও ৮৪০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে সিআরপি। সিআরপি-র ৬৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট আর কে বেহেরা বলেন, “মাইনগুলি পুরনো। তবে বেশি পুরনো নয়। আমরা তদন্ত করছি।”
কয়েক দিন আগেই পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরে ঝাউড়ি জঙ্গলে অভিযান চালিয়ে ১৮টি চ্যালেঞ্জার-মাইন উদ্ধার হয়। মঙ্গলবার গোয়ালতোড়ের কদমবাঁদি জঙ্গলে মিলল একই ধরনের মাইন। পুলিশ এবং সিআরপি সূত্রের খবর, এই চ্যালেঞ্জার-মাইন আসলে এক ধরনের ডিরেকশনাল মাইন। এর দ্বারা নির্দিষ্ট লক্ষ্যে বিস্ফোরণ ঘটানো সম্ভব। জঙ্গলমহলে মাওবাদীদের সক্রিয়তা পর্বে এই ধরনের মাইন ব্যবহার করা হত। এ ক্ষেত্রে টিফিন বক্স জাতীয় কৌটোর বদলে পাইপ বা চোঙার মতো পাত্র ব্যবহার করত মাওবাদীরা। |
|
উদ্ধার হওয়া মাইন। - নিজস্ব চিত্র |
জঙ্গলমহলে মাওবাদী সক্রিয়তার সময়ই ‘সিরিয়াল’ বিস্ফোরণ ঘটানোর জন্য ৪ ফুট লম্বা এই মাইনগুলি মজুত করা হয়েছিল বলে পুলিশের অনুমান। ২০১০ সালের ২৬ জুলাই জনগণের কমিটির নেতা সিদো সরেনের মৃত্যুর পর থেকে গোয়ালতোড় ও সংলগ্ন এলাকায় মাওবাদী কার্যকলাপ থিতিয়েছে। এখন এখানে মাওবাদীরা নেই বলেই পুলিশের দাবি। এ দিন সকালে সিআরপি জওয়ানেরা কদমবাঁদি জঙ্গলে তল্লাশি শুরু করেন। তখনই মাটি খুঁড়ে উদ্ধার করা হয় চ্যালেঞ্জার-মাইন ও বিস্ফোরক। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “এ বার আশপাশের জঙ্গলেও অভিযান চালানো হবে।” |
|