পিএমও তালিকায় দু’নম্বরে অ্যান্টনির নাম, জল্পনা তুঙ্গে
বার ঘি পড়ল দু’নম্বর হওয়ার যুদ্ধে।
প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পরে মনমোহন সিংহের মন্ত্রিসভায় দু’নম্বর জায়গাটি কাকে দেওয়া হবে, তাই নিয়ে বিস্তর মান অভিমানের পালা চলেছে। কিন্তু সরকারের শীর্ষ নেতৃত্ব কাউকে চিহ্নিত করা হয়নি। এ বার রদবদলের পরেও এই নিয়ে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে পরিবর্তিত মন্ত্রিসভার তালিকা উল্লেখ করতে গিয়ে পিএমও বা প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইট দু’নম্বরে রেখেছে এ কে অ্যান্টনির নাম। আর তাতেই নতুন করে তৈরি হয়েছে জল্পনা।
মনমোহন সিংহের মন্ত্রিসভায় বরাবরই দু’নম্বর জায়গাটা ছিল প্রণববাবুর। যেমন পি ভি নরসিংহ রাওয়ের মন্ত্রিসভায় ছিলেন এস বি চহ্বাণ। সাধারণত যিনি মন্ত্রিসভায় দ্বিতীয় ব্যক্তি হন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে (তিনি অসুস্থ হলে বা বিদেশ সফরে গেলে) তিনিই মন্ত্রিসভার বৈঠক ডাকেন। তাঁর নামেই বিজ্ঞপ্তি জারি হয়। পি ভি-র আমলে তিনি বিদেশ সফরে গেলে চহ্বাণ মন্ত্রিসভার বৈঠক ডাকতেন। একই দায়িত্ব পালন করতেন প্রণববাবুও। দিল্লির প্রশাসনের সঙ্গে যুক্তরা অনেকেই বলছেন, সে দিক থেকে দেখতে গেলে এ-ও এক ধরনের ঘোষণাই।
কিন্তু প্রণববাবু রাষ্ট্রপতি হওয়ার জন্য মন্ত্রিসভা ছাড়ার পরে এখন পর্যন্ত এই নিয়ে কোনও রকম উচ্চবাচ্য করেনি প্রশাসন। অনেকেই বলছেন, ওই পর্বের পরে প্রধানমন্ত্রী তো দেশ ছাড়েননি। সে ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির প্রয়োজন হয়নি। কিছু দিনের মধ্যে জাপান সফরে যাবেন মনমোহন। তখনই স্পষ্ট হয়ে যাবে, মন্ত্রিসভায় দ্বিতীয় আসলে কে।
প্রণববাবু যাওয়ার পরে মন্ত্রিসভার বৈঠকের সময় অ্যান্টনি দ্বিতীয়ের আসনে বসেন। তাতে গোঁসা হয় এনসিপি প্রধান শরদ পওয়ারের। তিনি ক্যাবিনেট বৈঠকে আসাই বন্ধ করে দেন। অনুপস্থিত ছিলেন তাঁর দলের অন্য মন্ত্রী প্রফুল্ল পটেলও। বরফ গলাতে সনিয়াকে হস্তক্ষেপ করতে হয়।
রাজনীতির সঙ্গে যুক্তরা বলছেন, এ বারে সমস্যা আরও ঘোরালো। দু’নম্বরের দৌড়ে আছেন চিদম্বরমও। অথচ পিএমও-র নতুন তালিকায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নাম রয়েছে শরদ পওয়ারেরও পরে। প্রধানমন্ত্রীর পরে তালিকাটি এই রকম: অ্যান্টনি, পওয়ার, চিদম্বরম, গুলাম নবি, সুশীলকুমার শিন্দে....। এই তালিকা নিয়েও দ্বিমত রয়েছে। এক দল এই তালিকাকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী বিদেশ গেলে তখনই বোঝা যাবে দ্বিতীয় কে। অন্য দল কিন্তু বলছে, কে দ্বিতীয়ের দায়িত্ব পেতে চলেছেন, এই তালিকা থেকেই তার ইঙ্গিত মিলবে। তাঁদের মতে, পাল্লা ভারী অ্যান্টনির দিকেই।
রাজনীতির কারবারিরা মনে করছেন, এর ফলে ফের গোঁসা হতে পারে পওয়ারের। বরিষ্ঠ মন্ত্রী হিসেবে ক্ষুব্ধ হতে পারেন চিদম্বরমও। সেই সমস্যা কী ভাবে সামাল দেবেন সনিয়া-মনমোহন, সেটা সময়ই বলবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.