তাঁর মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। ২৬/১১-র অন্যতম চক্রী এবং আমেরিকায় মোস্ট ওয়ান্টেড হাফিজ মহম্মদ সইদ-ই স্যান্ডিতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ইচ্ছুক।
|
বিদ্যুৎ বিপর্যয়ে নেট-বিভ্রাট
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
স্যান্ডি-পরবর্তী পরিস্থিতি ওয়েবসাইটে দেখতে গিয়ে নাজেহাল অনেকে। সাইটগুলি খোলাই যাচ্ছে না। সাইট কর্তৃপক্ষ জানিয়েছেন, বিদ্যুৎ ঘাটতির জেরেই এই সমস্যা।
|
স্যান্ডিসন্ত্রাসে
মৃত্যু ৩৩ | জখম শতাধিক |
গতিবেগ
১৪৫ কিমি/ঘণ্টায় |
বিদ্যুৎহীন
১৩ প্রদেশ |
বাতিল
১৩ হাজার উড়ান |
ক্ষতি
২ হাজার কোটি ডলার |
|
• সব থেকে ক্ষতিগ্রস্ত নিউ ইয়র্ক-নিউ জার্সি
• ঝড়ের তাণ্ডবে নিউ ইয়র্কে আগুন, ছাই ৫০টি বাড়ি
• মহাকাশ থেকে স্যান্ডি দেখলেন সুনীতা উইলিয়ামস |
|
রেহাই পেল না কানাডাও, মৃত ১
সংবাদসংস্থা • ওটাওয়া |
স্যান্ডির দাপট থেকে রেহাই পেল না কানাডাও। সে দেশের প্রায় দেড় লক্ষ বাড়ি বিদ্যুৎহীন। ঝড়ের তোড়ে উড়ে আসা কোনও ধারালো জিনিসের আঘাতে এক মহিলার মৃত্যু হয়েছে।
|
প্রবল জলোচ্ছ্বাসে রাস্তায় চলে এসেছে নৌকা। মঙ্গলবার নিউ জার্সিতে। ছবি: রয়টার্স।
|
বাদ যায়নি সাজানো বাড়িও। ভেঙে পড়েছে বিশাল গাছ। টরন্টোয়। ছবি: রয়টার্স।
|
ঝড়ের দাপটে আগুন। পুড়ে ছাই পঞ্চাশেরও বেশি বাড়ি। নিউ ইয়র্কের কুইন্সের ব্রিজি পয়েন্টে। ছবি: রয়টার্স।
|
প্রচারের কাজে বিল ক্লিন্টনকে পাঠিয়ে বারাক ওবামা নিজে গেলেন ওয়াশিংটনে রেড ক্রসের সদর দফতরে।
(ডান দিকে) প্রচারের সঙ্গে ত্রাণের কাজও জুড়ে দিলেন মিট রোমনি। ছবি: রয়টার্স। |