নিজেদের দেশের মাটিকে ভারত-বিরোধী সন্ত্রাসে প্রশ্রয় দেওয়া হবে না, সেই আশ্বাস আগেই প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে দিয়েছিলেন সে দেশের বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া। আজ সেই সুরে আরও এক ধাপ এগিয়ে খালেদা নয়াদিল্লিকে জানিয়ে দিলেন, অতীতে যা ঘটেছে ভুলে যান। ভবিষ্যতের দিকে তাকান।
নতুন বিদেশমন্ত্রী সমলন খুরশিদের সঙ্গে বৈঠকে আজ ভারত ও বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের উপরেই জোর দিলেন খালেদা। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র পরে সাংবাদিক সম্মেলন করে বলেন, “গোটা বৈঠকের নির্যাস একটাই। বাংলাদেশের বিরোধী নেত্রী বলেছেন, অতীতচারণার বদলে ভবিষ্যতের দিকে তাকানো হোক।”
বাংলাদেশের মাটি থেকে ভারত-বিরোধী কাজে কোনও ভাবেই প্রশ্রয় না দেওয়ার কথা বহুদিন ধরেই বলে আসছে সেখানকার শেখ হাসিনা সরকার। সেই ব্যাপারে হাসিনা সরকার ইতিবাচক পদক্ষেপও করেছেন। কিন্তু যে খালেদা জিয়া সরকারের অভিজ্ঞতা নয়াদিল্লির কাছে খুব একটা সুখকর ছিল না, আজ তাঁর মুখ থেকেও আশ্বাস পেয়ে ভারত উৎসাহিত। বিদেশ মন্ত্রকের মতে, বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ এক প্রতিবেশীর শাসক ও বিরোধী দল একই মনোভাব দেখালে, সেটি অবশ্যই ভালো লক্ষণ। খালেদা জিয়ার ভারত সফরে সেখানকার হাসিনা সরকার খানিকটা অসন্তুষ্ট হয়েছিল। কিন্তু নয়াদিল্লি হাসিনা সরকারকে জানিয়েই এই সফরসূচি চূড়ান্ত করেছে।
তবে সে দেশে নির্বাচন যখন শিয়রে, সেই সময় ভারতের কাছে খালেদার এই নতুন আশ্বাসে নতুন রাজনৈতিক অস্ত্র পেয়ে গিয়েছে বাংলাদেশের শাসক দল। বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মণির মতে, ভারতের কাছে খালেদা জিয়ার এই আশ্বাসের অর্থই হল, তিনি অতীতে ভুল করেছেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার যে সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে, খালেদা স্পষ্টত তা স্বীকার করে নিয়েছেন। |