|
|
|
|
মেডিক্যাল কলেজ
হাসপাতাল ভাঙচুর |
নিজস্ব সংবাদদাতা, মালদহ: চিকিৎসকের গাফিলতিতে এক মহিলার মৃত্যুর অভিযোগ নিয়ে গোলমালের জেরে ভাঙচুর হল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার বেলা ১১ টা নাগাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা মেডিক্যাল ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও বেসরকারি নিরাপত্তা রক্ষীরা গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। |
|
জয়তী রাহা, কলকাতা: বহির্বিভাগ আছে। অথচ রোগী নেই। কারণ, পর্যাপ্ত চিকিৎসক, নার্স, সহকারীর অভাব। অভিযোগ, নির্দিষ্ট ওই বিভাগ সম্পর্কে কোনও প্রচার নেই। অথচ, যাঁদের জন্য এই পরিষেবা তাঁরা তো দূর অস্ত্, চিকিৎসক মহলের অনেকের কাছেই পরিষ্কার নয় এর ধারণা। অভিযোগ উঠেছে, সরকারি প্রচেষ্টায় মেডিক্যাল কলেজ, এসএসকেএম ও ন্যাশনালে গত দশ বছরে চালু হয়েও এ ভাবেই থমকে আছে ‘জেরিয়্যাট্রিক ওপিডি’। |
স্রেফ নামেই প্রবীণদের
জন্য রয়েছে বহির্বিভাগ |
|
ডেঙ্গি রোধে প্রতিটি বরোয় রাখা হবে বিশেষ বাহিনী |
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|