কিছু স্বাস্থ্যকর্মীর হাতে একটি শিশুর বাবা-মায়ের মার খাওয়ার অভিযোগ উঠেছে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে। ওই দম্পতি কোনও লিখিত অভিযোগ অবশ্য করেননি। গত ২৭ সেপ্টেম্বর এক বছরের ছেলে বিশ্বজিৎকে এই হাসপাতালে ভর্তি করান কাশীপুর থানার আহাত্তোড় গ্রামের বাসিন্দা সনৎ ও অষ্টমী কৈবর্ত। অষ্টমীদেবীর অভিযোগ, “শনিবার আমার ছেলেকে স্যালাইন দেওয়ার জন্য একজন নার্স ওর হাতে চ্যানেল লাগানোর সূচ ফোঁটান। বার তিনেক চেষ্টার পরেও দুই নার্স মিলে সূচ ফোটাতে পারেননি। ওইটুকু শিশুর হাত থেকে রক্ত বেরোচ্ছিল। ঠিক করে ইঞ্জেকশন দিতে অনুরোধ করি। তখনই অপমানজনক কথা বলা হয়।” সনৎবাবুর অভিযোগ, “আরও কিছু কিছু আয়া ওয়ার্ডে এসে আমার স্ত্রীকে মারধর করে। প্রতিবাদ করি। হাসপাতালের নিরাপত্তারক্ষীরাও আমাকে মারধর করে।” ঘটনার খবর পেয়ে পুলিশ আসে। সনৎবাবুদের পড়শি সোমনাথ কৈবর্ত বলেন, “আমরা হাসপাতালের সুপারের কাছে ঘটনার অভিযোগ জানানোর জন্য গেলেও তাঁকে পাওয়া যায়নি।” শনিবার বিকেলে হাসপাতালের সুপার সুভাষ চন্দ্র ঘাটা ফোনে জানান, সামান্য তর্ক-বিতর্কের ঘটনা ঘটেছে।
|
আদ্রা রেল শহরের উপকন্ঠে আদ্রা-কাশীপুর রাস্তার উপরে শনিবার উদ্বোধন হল একটি বেসরকারি হাসপাতালের। এ দিন হাসপাতালের সূচনা করেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী আত্মপ্রভানন্দ। এই হাসপাতালে এক ছাদের নীচে আধুনিক চিকিৎসা পরিষেবা মিলবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
|
কয়লা খাদান শ্রমিক কংগ্রেস জেকেনগর শাখার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হল রানিগঞ্জে। জামুড়িয়া পুলিশ এবং ইসিএলের কুনস্তরিয়া এরিয়ার যৌথ উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির হল শনিবার ও রবিবার।
|
মানসিক ভারসাম্যহীন এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। ধৃত পারভেজ আলি একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরির কর্মী। অভিযোগ, রবিবার রক্ত নিতে গিয়ে তরুণীর শ্লীলতাহানি করেন তিনি।
|
ফুসফুসের অসুখ ও চিকিৎসা নিয়ে শনি ও রবিবার শহরে ‘পালমোকন ২০১২’ নামে এক কর্মশালা হল। পরিবর্তিত জীবনযাত্রা কী ভাবে এই অসুখের কারণ, তা নিয়ে আলোচনা হয়। আয়োজক-সম্পাদক, চিকিৎসক পার্থসারথি ভট্টাচার্য বলেন, “এই অসুখ ক্রমশ বাড়ছে। তাই এমন আলোচনা জরুরি।”
|