১ বিবাদ বা কলহ করছে।
৪ সমুদয়, সমগ্র, নিখিল।
৬ যা নিন্দনীয় নয়।
৮ অল্পের উপর, একটু-আধটু।
৯ অসুর, দৈত্য।
১০ চোখের ইশারা।
১১ মঙ্গল-কামনায় স্থাপিত ডাব,
আম্রপল্লব প্রভৃতিতে শোভিত জলপূর্ণ ঘট।
১৩ যবনিকা, ঘোমটা বা বোরখা।
১৪ সন্দেহ, দ্বিধা, ভয়।
১৫ শক্তিসামর্থ্য, মুরোদ।
১৭ কবিরাজি তেল বা জ্বরঘ্ন ওষুধ।
১৯ আড়ষ্ট, সংকুচিত।
২১ প্রকাশ করা হয়েছে।
২২ যুদ্ধের কৌশল।
২৪ সানাই ইত্যাদির ঐকতান বাদ্য।
২৫ তলোয়ার, অসি।
২৭ অসত্য, ভিত্তিহীন।
২৮ কেশবচন্দ্র সেন প্রবর্তিত
ব্রাহ্ম সম্প্রদায়ের শাখা বিশেষ।
৩০ কোমরের কাপড়।
৩২ সংগীতের বাঁধুনি বা রচনা।
৩৪ সূর্যের রশ্মি বা আলো।
৩৬ কৃষ্ণের অগ্রজ বলরাম।
৩৭ রঙ্গরসে পটু, আমুদে।
৩৮ অতিশয় মহিমাপূর্ণ। |
|
১ জিরানো, নিবৃত্তি।
২ হিন্দুদের বিবাহের দিনে
সূর্যোদয়ের আগে বর ও কন্যার
দই খাওয়ার আচার বিশেষ।
৩ ‘আজকাল ধার’।
৪ পরে জন্ম হয়েছে এমন, কনিষ্ঠ।
৫ সৌভাগ্যবান।
৬ আয়ত্ত, আশ্রিত, বাধ্য।
৭ বাইরের দিকের অংশ।
১১ কাশীধামের প্রসিদ্ধ শ্মশানঘাট।
১২ চৌকিদার, পর্যটনকারী।
১৩ বংশসূচক নাম বা নামান্ত।
১৪ ঘটনাস্থল, অকুস্থল।
১৬ কৈলাস পর্বত।
১৮ নিঃস্ব।
২০ ‘স্নাতক’দের উপাধি বিতরণের সভা।
২৩ কুশিক মুনির পুত্র।
২৬ লালপদ্ম, কোকনদ।
২৭ অমর, অক্ষয়, শাশ্বত।
২৯ সুবিচার করতে সমর্থ।
৩১ শ্রবণশক্তিহীন।
৩২ চিত্রকর, রঞ্জনশিল্পী।
৩৩ সংকোচ, লজ্জা।
৩৫ পদক্ষেপ, ঘোড়ার গতিভঙ্গি। |