নিজস্ব সংবাদদাতা • কান্দি |
দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন হলেন গফুর শেখ (৪৬) নামে এক ব্যক্তি। মঙ্গলবার সকালে কান্দির কুমারসন্তের রামেশ্বরপুর গ্রামে ঘটনাটি ঘটে। গফুর স্থানীয় মাদারহাটি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানানো হয়েছে, এ দিন সকালে মোটরবাইক নিয়ে কুমারসন্ত থেকে গোকর্ণ যাচ্ছিলেন গফুর। বাইক লক্ষ করে বোমা ছোড়ে এক দল দুষ্কৃতী। বাইক থেকে পড়ে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ওই দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পেশায় কৃষক গফুরের পরিবারের তরফে তেরো জনের নামে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা সকলেই ফেরার। মহকুমা পুলিশ আধিকারিক অনামিত্র দাস বলেন, “কী কারণে গফুরকে খুন করা হল তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তেরা সকলেই পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দু’বছরে এই মহকুমায় প্রকাশ্য রাস্তায় খুন হয়েছেন দশ জন। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে ব্যক্তিগত আক্রোশের জেরেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। আশা করছি দ্রুত অপরাধীদের ধরে ফেলবে পুলিশ।”
|
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মাদক খাইয়ে এক ব্যক্তির কাছ থেকে সর্বস্ব ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। সোমবার রাতে বহরমপুর নিউ জেনারেল হাসপাতাল চত্বরে ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন অচৈতন্য অবস্থায় হাসপাতাল চত্বর থেকে ডোমকলের বাসিন্দা রেজাউল হককে উদ্ধার করে বহরমপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে বহরমপুর থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়। রেজাউলের ভাই আনিসুর রহমান বলেন, “দাদার শ্যালক মোটর বাইক দুর্ঘটনায় জখম হয়ে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি। তাঁর দেখভালের জন্য ২১ জুলাই থেকে দাদা বহরমপুর হাসপাতাল চত্বরের একটি প্রতীক্ষালয়ের দোতলায় ঘর ভাড়া করে রয়েছেন।” তিনি জানান, ঘটনার রাতে রেজাউল হাসপাতালে চত্বরেই বসেছিলেন। সেই সময়ে তাঁর পাশে অপরিচিত কয়েকজন বসে রাতের খাওয়া সারছিলেন। ওই অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে জল খাওয়ার পরেই রেজাউল অচৈতন্য হয়ে পড়েন। আনিসুর বলেন, “দাদার কাছে নগদ কয়েক হাজার টাকা ও এটিএম কার্ড হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। গোটা বিষয়টি বহরমপুর থানায় জানানো হয়েছে।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
৪০ কিলো গাঁজ-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নাম কলেশ শেখ। মুর্শিদাবাদের স্পেশাল অপারেশন স্কোয়াড ও শক্তিপুর বিট হাউসের পুলিশ যৌথ ভাবে সোমবার রাতে রেজিনগর থানার মিঞা গ্রামে ওই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে গাঁজা উদ্ধার করে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “অসম থেকে ওই গাঁজা নিয়ে আসা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনার তদন্ত চলছে।”
|
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রবিবার কংগ্রেসে যোগ দিলেন ডিওয়াইএফআই-এর জেলা কমিটির প্রাক্তন সহকারী সভাপতি মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, “দলের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদেই কংগ্রেসে যোগ দিয়েছি।” সংগঠনের জেলা সম্পাদক সুমিত বিশ্বাস বলেন, “ওঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
|
বানতলায় হবে ফার্মার্স হাব, ঘোষণা |
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী |
বানতলায় ফার্মার্স ক্লাব তৈরির কথা ঘোষণা করলেন অ্যাগ্রো ইন্ডাস্ট্রি কর্পোরেশনের চেয়ারম্যান রাজীব বন্দ্যোপাধ্যায়। সোমবার কল্যাণীর একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, “ওই হাবে হিমঘরের ব্যবস্থা করা হবে। চাষিরা সেখানে সরাসরি ফসল বিক্রিও করতে পারবেন। কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। থাকবে ঋণের ব্যবস্থাও।” |