‘ছাপাখানার গলি’ আয়োজিত মাসিক ‘পাঠচক্র’ অনুষ্ঠিত হল গত রবিবার। পাঠচক্রে জাবেরি দিজবি সংকলিত উর্দু গল্প সংকলন গ্রন্থ ‘কালি রাত’- নিয়ে আলোচনা করেন কবি মবিনুল হক। তাঁর আলোচনার সিংহভাগ জুড়ে ছিল সাদাত হাসান মান্টোর রচনা ও জীবন। অরূপরতন ভট্টাচার্যের ‘বাঙালির বিজ্ঞান ভাবনা ও সাধনা’ নিয়ে আলোচনা করেন অধ্যাপক সুশান্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে ‘ছাপাখানার গলি’র সম্পাদক দেবাশিস সাহার তৃতীয় কাব্যগ্রন্থ ‘প্রজাপতি রঙের গ্রাম’ প্রকাশিত হয়।
|
নাট্যজগতের প্রয়াত দুই ব্যক্তিত্ব কমল সমাজদার ও মোহিত চট্টোপাধ্যায়কে স্মরণ করল নাট্যসংস্থা ‘যুগাগ্নি’। রবিবার কমল সমাজদারকে নিয়ে আলোচনা করেন প্রবীন নাট্যব্যক্তিত্ব অনিল দত্ত। সোমবার মোহিত চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনা করেন সোনারপুরের ‘কৃষ্টি সংসদ’-এর নির্দেশক সংগ্রামজিৎ সেনগুপ্ত। ইন্দ্রাশিস লাহিড়ির ‘অঙ্গিরা বাড়ি নেই’ এবং মোহিত চট্টোপাধ্যায়ের ‘সেলফোন’ মঞ্চস্থ করে ‘যুগাগ্নি’। মোহিতবাবুর ‘গ্রহণ’, ‘মুখ’, ‘কথা’ ও ‘ইন্টারভিউ’ নিয়ে তৈরি ‘মঞ্চ কোলাজ’ মঞ্চস্থ করে ‘কৃষ্টি সংসদ’।
|
কৃষ্ণনাথ কলেজ স্কুলে বৃহস্পতিবার শুক্রবার অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা ছাত্র-যুব বিজ্ঞান মেলা। স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পথপরিক্রমার পর মেলার উদ্বোধন হয়। পোস্টার ও মডেল প্রদর্শনী ছাড়াও ছিল প্রতিযোগিতা। দু’ দিনই প্রদর্শনী খোলা থাকে দুপুর দু’টো থেকে রাত ৮টা পর্যন্ত। অনুষ্ঠানের শেষ দিনে কৃতী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
|
কৃষ্ণনগরে দ্বিজেন্দ্রস্মরণ।-নিজস্ব চিত্র। |
দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মের সার্ধশতবর্ষে তাঁর শহর কৃষ্ণনগরের শিল্পীরা প্রকাশ করেন দ্বিজেন্দ্রগীতির একটি অ্যালবাম। অম্লান সাহার পরিকল্পনায় ও সমরেশ বিশ্বাসের পরিচালনায় ১০ জন স্থানীয় শিল্পীর গাওয়া ১২টি স্বল্পশ্রুত দ্বিজেন্দ্রগীতি ওই অ্যালবামে সংকলিত হয়েছে।
|
নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের নবদ্বীপ শাখার উদ্যোগে ১৯ জুলাই দ্বিজেন্দ্রতর্পণ অনুষ্ঠিত হয়। দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে আলোচনা করেন অধ্যাপক শিশির বিশ্বাস ও সুমন ভট্টাচার্য। |