পর্যটকদের পুলিশি সাহায্য
ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের জন্য পুলিশের সাহায্যে আলাদা ‘সেল’ খোলার কথা ঘোষণা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী রচপাল সিংহ। মঙ্গলবার লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে যোগ দেন পর্যটন মন্ত্রী। সেখানেই তিনি ওই ঘোষণা করেন। পর্যটন মন্ত্রী বলেন, “পর্যটকেরা ঘুরতে এসে সমস্যায় পড়লে যাতে সহজেই পুলিশের সাহায্য পেতে পারেন। সেই ব্যবস্থা করা হচ্ছে। এরজন্য পুলিশের সাহায্যে আলাদা একটি সেল খোলা হবে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলব। সেলের আলাদা হেল্পলাইনও থাকবে।” পর্যটনমন্ত্রী প্রথম বার ডুর্য়াস সফরে এ দিন এসে নিজের উচ্ছ্বাস গোপন করতে পারেনি। তিনি বলেন, “শিলিগুড়ি থেকে গাড়ি থেকে আসতে আসতে যা দেখলাম তা ভাবাই যায় না।
ছবি: দীপঙ্কর ঘটক।
এ তো পৃথিবীর সেরা জায়গা। মুখ্যমন্ত্রী ডুয়ার্সের পর্যটনের জন্য জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন। তা দিয়ে দ্রুত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত করা হবে।” এ দিন সেমিনারে জেলার পর্যটন ব্যবসায় জড়িত ২৩টি সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য পর্যটন দফতরের জয়েন্ট ডাইরেক্টর শিলাদিত্য বসু রায়। মন্ত্রী বলেন, “ডুয়ার্সে হোম ট্যুরিজমকে বাড়তি গুরুত্ব দিচ্ছি। পঞ্জাব এবং হরিয়ানার মডেলে কাজ করা হবে। চা পর্যটনের দিকটিও বাড়তি নজর দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য একই ছাদের তলায় তথ্য প্রযুক্তি, হাতের কাজ ও খাদ্য সামগ্রির ব্যবস্থা করা হবে। পাশাপাশি, বাংলা, হিন্দি ও ইংরেজি বলতে পারা বেকার যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁরা পর্যটকদের ডুয়ার্সের প্রকৃতি, গাছপালা, পতঙ্গ, প্রজাপতি, পাখিদের সম্পর্কে নানা তথ্য দেবেন। তবে ডুয়ার্সের যত্রতত্র রিসর্ট আর গড়তে দেওয়া হবে না বলে এ দিন মন্ত্রী সাফ জানিয়েছেন। তিনি জানান, রিসর্ট করতে হবে পর্যটন দফতরের অনুমতি লাগবে। এক মাসের একটি কোর্স চালু হবে। কেউ রিসর্ট করতে চাইলে আগে কোর্স করতে হবে তার পরে রিসর্টের সুবজ সংকেত মিলবে। ডুয়ার্সের জন্য আলাদা একটি ওয়েবসাইট করার দাবি এদিন সেমিনারে যোগ দেওয়া সংগঠনগুলির তরফে মন্ত্রীর কাছে জানানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.