এ বার ব্যবসার সূচক নির্ধারণে উদ্যোগী কেন্দ্র |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লগ্নিকারীদের সামনে ব্যবসার বাধা কাটাতে ও ভাবমূর্তি উজ্জ্বল করতে উদ্যোগী হচ্ছে কেন্দ্র। এক দিকে, ব্যবসার সম্ভাব্য বাধাগুলি দূর করতে ‘মাস্টার প্ল্যান তৈরি করবে কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রক। অন্য দিকে, ভাবমূর্তি নিয়ে অহেতুক সমালোচনায় কান না-দিয়ে ব্যবসার সূচক নির্ধারণের জন্য উপদেষ্টা নিয়োগের পথেও হাঁটবে তারা। মঙ্গলবার এমসিসি-র সভায় এ কথা জানান কোম্পানি বিষয়ক মন্ত্রী বীরপ্পা মইলি। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, দেশের ভাবমূর্তি ও আর্থিক অবস্থা নিয়ে ভারতে যত কথা হয়, বিদেশে তা হয় না। তাই তাতে কান দিতে নারাজ তিনি। বরং বাস্তব পরিস্থিতি বুঝতেই ব্যবসার সূচক নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছেন। উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক সংস্থা ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট উপস্থাপনাও দিয়েছে। মইলির আশা, মাস খানেকের মধ্যেই তা চূড়ান্ত হবে। পাশাপাশি ব্যবসার বাধা দূর করতে দু’তিন মাসের মধ্যেই মাস্টার প্ল্যান তৈরি করতে চান তাঁরা। সেটা হলে বাণিজ্য ও অর্থ মন্ত্রকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবে কোম্পানি বিষয়ক মন্ত্রক। বাধা ছাড়াই নতুন বিদেশি লগ্নি কী ভাবে আনা যায়, বা রুগ্ণ কারখানা দ্রুত খোলা যায়, সে সবই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।
|
ছোট শিল্পে কর্মসংস্থানে শীর্ষে রাজ্য, সমীক্ষা অ্যাসোচ্যামের |
ছোট ও মাঝারি শিল্পে কর্মসংস্থান তৈরিতে সারা দেশে শীর্ষ স্থানটি দখল করেছে পশ্চিমবঙ্গ। অ্যাসোচ্যাম-এর এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। ২০১১-র এপ্রিল থেকে ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪৩ হাজার নতুন কাজ সৃষ্টি করে এ রাজ্য প্রথম স্থানে উঠে এসেছে বলে জানিয়েছেন বণিকসভাটির সেক্রেটারি জনারেল ডি এস রাওয়াত।অ্যাসোচ্যামের দাবি, প্রায় ৫২৯০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাকে রাজ্য সরকার কর্মসংস্থান খাতে ভর্তুকি বাবদ যে ৫২.৪৯ কোটি টাকা সহায়তা দিয়েছে, তা কাজে লাগিয়েই এই সাফল্য এসেছে। এ র্যজ্যের পর ৩৩,১১৫টি কর্মসংস্থান সৃষ্টি করে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্র প্রদেশ।প্রসঙ্গত, দেশে এই ১১ মাসে ৩.২৫ লক্ষ কাজ সৃষ্টি করেছে ৩৫,৬০৭টি ক্ষুদ্র ও মাঝারি সংস্থা। তারা এই খাতে ভর্তুকি বাবদ কাজে লাগিয়েছে মোট ৭০০ কোটি টাকা। উৎপাদন ক্ষেত্রে ক্ষুদ্রশিল্পের অবদান ৪৫%।
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অনিশ্চয়তা কাটাতে এ বার কলকাতা ও পশ্চিমবঙ্গ-সহ দেশে তাদের ন’টি সার্কেলের পরিষেবায় জোর দেবে টেলিকম সংস্থা ইউনিনর। এ ছাড়া তালিকায় আছে উত্তরপ্রদেশ পূর্ব-পশ্চিম, বিহার ও ঝাড়খণ্ড, অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, গুজরাত, মুম্বই। সংস্থার এমডি সিগভে ব্রেক্কের দাবি, ওই সার্কেলগুলিতেই আরও লগ্নি করে পরিষেবা বাড়ানোয় নজর দেবে তারা। লক্ষ্য, আসন্ন টুজি স্পেকট্রাম নিলামের শর্ত অনুযায়ী আর্থিক ও পরিষেবাগত দিক থেকে আরও পোক্ত জমির উপর দাঁড়িয়ে তাতে অংশ নেওয়া। দেশে তাদের বাকি ৪টি সার্কেল অর্থাৎ তামিলনাড়ু, কেরল, কর্নাটক ও ওড়িশায় পরিষেবা ধাপে ধাপে কমিয়ে আনা হবে বলে জানিয়েছে ইউনিনর।
|
কলকাতার মাধ্যমে ভারতের বাজারে ঢুকল ইতালির এনার্জি ড্রিঙ্ক ‘ব্রাভা ইতালিয়া’। ইউনিমাস গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে এ দেশে পানীয়টি বিক্রি হবে। সংস্থার দাবি, এই পানীয়তে টরিন, ক্যাফিন, ভিটামিন বি-এর মতো উপাদান আছে, যা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়। |