নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
প্রথমবর্ষের ছাত্রীদের উত্ত্যক্ত করা এবং ক্লাসঘরে ঢুকে বিনা অনুমতিতে তাঁদের ছবি তুলে বিভিন্ন সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ সিউড়ির বিদ্যাসাগর কলেজের মর্নিং সেকশনের তৃতীয় বর্ষের ছাত্র সৌমিত্র দাসকে গ্রেফতার করে। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রকে ৩৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ধৃতকে বুধবার সিউড়ি আদালতে হাজির করানো হবে।”
কলেজ সূত্রে জানা গিয়েছে, কলা বিভাগের ওই ছাত্রের বিরুদ্ধে গত দু’ তিন দিন ধরে ছাত্রীদের নানা ভাবে উত্ত্যক্ত করার অভিযোগ উঠছিল। পাশাপাশি সম্প্রতি কলেজের ছাত্রছাত্রীদের একাংশের নজরে আসে, সৌমিত্র ছাত্রীদের নানা ছবি বিভিন্ন সোশ্যাল নেটওর্য়াকিং সাইটের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। ব্লু টুথের মাধ্যমে অন্য বন্ধুদের কাছেও তা চলে যাচ্ছে। ছাত্রীদের অজ্ঞাতসারে মোবাইলের ক্যামেরায় তোলা ওই সব ছবি সে বিনা অনুমতিতে আপলোডও করতো বলে অভিযোগ। অভিযুক্ত ছাত্র সৌমিত্র-র অবশ্য দাবি, “আমি কোনও ছবি আপলোড করিনি।” ওই কলেজের দিবা বিভাগের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের অভিযোগ, “এ দিন সকালে ক্লাসে ঢুকে সৌমিত্রদা নানা ভাবে আমাদের উত্ত্যক্ত করছিল। আপত্তি করলেও মোবাইলে আমাদের এক সহপাঠীর ছবিও তোলে।” এরপরই ছাত্রছাত্রীরা ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষের কাছে ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ জানান। অধ্যক্ষ লক্ষ্মীনারায়ণ মণ্ডল বলেন, “ছাত্রছাত্রীরা আমাকে মাস পিটিশন দিয়ে এই অভিযোগ জানিয়েছিলেন। ওই ছাত্রের মোবাইল পরীক্ষা করে ছাত্রীটির ছবিও মেলে। তার ভিত্তিতেই ছাত্রটিকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয় হয়।” পুলিশ এসে সৌমিত্রকে গ্রেফতার করে নিয়ে যায়। |