নিজস্ব সংবাদদাতা • শিকারিপাড়া |
দুষ্কৃতীদের আক্রমণে খুন হলেন এক খাদান নৈশপ্রহরী। সোমবার রাতে বীরভূম সীমান্ত লাগোয়া ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানার বেনাগড়িয়া পাথর শিল্পাঞ্চলের ঘটনা। ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, মৃতের নাম বদ্রি ভকত (৫২)। বাড়ি বেনাগড়িয়া হাটতলা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বেনাগড়িয়া পাথর শিল্পাঞ্চল এলাকায় একটি পাথর খাদানে নৈশপ্রহরীর কাজ করতেন বদ্রি ভকত এবং তাঁর ভাইপো পবন ভকত। সোমবার রাতে ৭-৮ জনের এক দুষ্কৃতী দল লাঠি শাবল নিয়ে তাঁদের আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বদ্রিবাবুর। গুরুতর আহত হন পবনবাবুও। ঘটনায় খাদানের আরও ২ কর্মীও আহত হন বলে জানা গিয়েছে। মঙ্গলবার পবনবাবুকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানায়, খুনের কারণ এখনও অস্পষ্ট।
|
মজুরির দাবিতে ঘেরাও-বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
একশো দিন প্রকল্পে প্রাপ্য মজুরির দাবিতে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ও যুগ্ম বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শ্রমিকদের একাংশ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে নলহাটি কুরুমগ্রাম পঞ্চায়েতে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গত মে-জুন মাসে পঞ্চায়েতের ধরমপুর, কানুপাড়া, মেহেগ্রাম সংসদ-সহ বেশ কিছু এলাকায় ১০০ দিন প্রকল্পে কাজ হয়েছে। ওই কাজের মজুরি বাবদ শ্রমিকদের প্রাপ্য টাকা বাকি ছিল। পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অভিজিৎ মণ্ডল বলেন, “তাঁদের বলা হয়েছে, প্রকল্পের নিয়ম অনুযায়ী কাজের পরিমাণ দেখে মজুরি দেওয়া হবে। শ্রমিকেরা তা না মেনে আমাকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন। পরিস্থিতি খারাপ দেখে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনি।” খবর পেয়ে পঞ্চায়েতে পৌঁছন নলহাটি ১ ব্লকের যুগ্ম বিডিও কৃষ্ণেন্দু দাস। শ্রমিকেরা তাঁকেও ঘিরে বিক্ষোভ দেখান। কৃষ্ণেন্দুবাবু বলেন, “শ্রমিকদের মজুরি নিয়ে সাময়িক ঝামেলা তৈরি হয়েছিল। শ্রমিকদের বোঝানো হয়েছে। তাঁদের কাছ থেকে ৫ দিন সময় নিয়ে বিষয়টি সুষ্ঠু ভাবে মিটিয়ে দেওয়া হবে বলে।”
|
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
অবৈধভাবে মজুত রাখা ২০০টির মতো ফাঁকা ছোট এলপিজি গ্যাস সিলিন্ডার ও বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরার আনুসঙ্গিক যন্ত্রপাতি আটক করল জেলা পুলিশের (ডিইবি) একটি দল। মঙ্গলবার দুপুরে দুবরাজপুরের ৩ নম্বর ওয়র্ডে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে সেগুলি আটক করা হয় এবং আকাশ গড়াই নামে এক যুবককে গ্রেফতার করে। ওই দলের দায়িত্বে থাকা ইনস্পেক্টর আশালতা গোস্বামী জানান, ধৃত কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
|
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
সোমবার রাতে দুবরাজপুরে পাষাণ কালী মন্দির ও জোড়া বটতলা দক্ষিণা কালী মন্দিরে এবং লোহাগ্রামে এক গয়না ব্যবসায়ীর বাড়ি রয়েছে। বাসিন্দাদের ক্ষোভ, এই নিয়ে বহু মন্দিরে চুরি হয়েছে। পুলিশ কোনও ঘটনার কিনারা করতে পারেনি। পুলিশ জানায়, তদন্ত চলছে। তবে কেউ ধরা পড়েনি এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারও হয়নি।
|
কৃষি ঋণ মকুব, উৎপাদিত শস্যের নায্য দাম, সারের কালো বাজারি বন্ধ-সহ একাধিক দাবিতে মঙ্গলবার সিউড়ির পুরন্দরপুর কৃষি দফতরে বিক্ষোভ দেখাল সারা ভারত ক্ষেত মজুর সমিতি। |