নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে মঙ্গলবার কোপাই নদীর জলে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণির এক ছাত্র। পুলিশ জানায়,
|
আব্দুস সাগির |
বোলপুর নীচুপট্টি নীরদবরণী উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রের নাম আব্দুস সাগির (১৭)। তাঁর বাড়ি বোলপুর থানার মুলুক-গয়েসপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন বেলা ১২টা নাগাদ কঙ্কালীতলা সংলগ্ন কোপাই নদীতে ৬ বন্ধু স্নান করতে নেমেছিল। আব্দুস-এর সহপাঠী দিব্যেন্দু চৌধুরী ও সৌমেন কুণ্ডুদের কথায়, “আমরা বাকিরা স্নান করে উঠে পড়েছিলাম। তখনও আব্দুস নদীতে ছিল। হঠাৎই ও জলের তোড়ে ভেসে যায়।” খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে জাল দিয়ে আব্দুস-এর খোঁজ শুরু হয়। সন্ধে ৬টা নাগাদ তার দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে এসেছিলেন নীচুপট্টি নীরদবরণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৌভিক ঘোষ, বোলপুরের উপপুরপ্রধান নরেশচন্দ্র বাউড়ি এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য। |
তখনও খোঁজ মেলেনি সাগিরের। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
শৌভিকবাবু বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। আগামী শুক্রবারের নবীনবরণ স্থগিত রাখা হয়েছে।” মৃতের বাবা আব্দুল সাত্তার বলেন, “এত বড়ো বিপদ ঘটে যাবে, আমরা ভাবতেও পারিনি।” পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। দেহটি বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
|